বিনোদনভোজপুরি

Bhojpuri: জলপ্রপাতের নিচে রাজাজির সাথে খোলাখুলি রোম্যান্স করলেন অক্ষরা সিং, ভিডিও ভাইরাল

গানে খোলা চুলে নীল শাড়িতে অক্ষরা তার কিলার লুক দিয়ে সবাইকে পাগল করে তুলছে

Advertisement
Advertisement

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতের ঘুম কেড়ে নেয় নেটিজেনদের। তাঁদের কিলার এক্সপ্রেশনের ফ্যান লক্ষ লক্ষ মানুষ। এই তালিকার মধ্যেই রয়েছেন ভোজপুরি হট অভিনেত্রী অক্ষরা সিং।

Advertisement
Advertisement

ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিং যে ব্যাপক সুন্দরী তা বলার অপেক্ষা রাখে না। তাঁকে দেখা যেন ভিজুয়াল ট্রিট। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখে আপনার রাতের ঘুম উড়ে যাবে। আসলে অক্ষরা তাঁর লাস্যময়ী অবতারের জাদুতে কাবু করেন ফ্যানদের। তাই তাঁর সোশাল মিডিয়াতে ফ্যানের অভাব নেই। তিনি কোনো ভিডিও পোস্ট করলেই তাতে মুহূর্তের মধ্যে লাখ লাখ মানুষ লাইক করেন। আজকের এই প্রতিবেদনে এমনই একটি ভিডিও সমন্ধে আপনাদের জানাবো।

Advertisement

অক্ষরা সিং তাঁর ক্যারিয়ারে যা কাজ করেছেন বেশিরভাগ সুপার ভাইরাল হয়েছে। এবার অক্ষরা সিংয়ের সাথে স্ক্রিন ভাগ করে নিয়েছেন অনিল সমর্থ। সম্প্রতি তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে যার নাম ‘খোলা ইয়ে রাজাজি ব্লাউজ কে বাটন‘। এটি ‘প্রতিজ্ঞা ২‘ সিনেমার গান। এতে গানের তালে তাঁর সেক্সী মুভ ব্যাপক পছন্দ করেছেন নেট দর্শকরা। গানে খোলা চুলে নীল শাড়িতে অক্ষরা তার কিলার লুক দিয়ে সবাইকে পাগল করে তুলছে। এই গানটি ইন্দু সোনালি গেয়েছেন। আপনি শুনলে অবাক হবেন যে এই গানটি এখনও প্রচুর মানুষ দেখেছেন। এটি অক্ষরা সিংয়ের সবচেয়ে বেশি প্লে হওয়া ভিডিও যা ইউটিউবে পোস্ট করা হয়েছে।

Advertisement
Advertisement

Advertisement

Related Articles

Back to top button