বিনোদন

Web Series: টাকা দিয়ে চাকরকে ঘরে ডেকে দেদার মজা নিল, ঘরে একা থাকলে দেখুন ‘ফিরাঙ্গী ঠাকুরায়েন‘ ওয়েব সিরিজ

WoW Entertainment ওয়েবসাইটে প্রায় রিলিজ করে নানা অ্যাডাল্ট ওয়েব সিরিজ

Advertisement
Advertisement

ডিজিটাল যুগে স্ট্রিমিং প্লাটফর্মগুলি ইন্টারনেটের জগতে বেশ জনপ্রিয়তা পেয়েছে। অ্যামাজন প্রাইম থেকে শুরু করে নেটফ্লিক্স কিংবা Zee 5 এর মত প্ল্যাটফর্ম আজকাল মানুষের মধ্যে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। এই সমস্ত প্লাটফর্মের কনটেন্ট দেখতে মানুষ বেশ পছন্দ করেন। কিন্তু এমনও কয়েকটি প্লাটফর্ম রয়েছে যেখানে এমন কিছু ওয়েব সিরিজ আসে যা সকলের সাথে বসে দেখা যায় না। এই সমস্ত ওয়েব সিরিজে এমন কিছু দৃশ্য আপনি দেখতে পাবেন যা হয়তো সাধারণভাবে স্বাভাবিক বলে মেনে নেওয়ার যোগ্য নয়। এই ওয়েব সিরিজে বেশ কিছু সাহসী দৃশ্য থাকে। এমনই একটি প্ল্যাটফর্ম হল WoW Entertainment।

Advertisement
Advertisement

এই WoW Entertainment ওয়েবসাইটে প্রায় রিলিজ করে নানা অ্যাডাল্ট ওয়েব সিরিজ। এই সমস্ত ওয়েব সিরিজের কাহিনী আবর্তিত হয় পরকিয়া সম্পর্ক ও রগরগে যৌনতাকে ভিত্তি করে। এতে অভিনেত্রীরা লজ্জার সমস্ত সীমা অতিক্রম করে প্রায় নগ্ন হতেও দ্বিধাবোধ করেন না। এই সমস্ত ওয়েব সিরিজ আপনি ভুল করেও পরিবারের সামনে দেখবেন না। এসব একান্তে ঘরের কোণে কানে হেডফোন লাগিয়ে দেখতে হবে। সম্প্রতি ইউটিউবে ভাইরাল হচ্ছে একটি নতুন অ্যাডাল্ট ওয়েব সিরিজের ট্রেলার যা দেখে রাতের ঘুম হারাম হবে আপনার।

Advertisement

সম্প্রতি যে ওয়েব সিরিজ রিলিজ করেছে তাতে রয়েছে প্রতিমুহূর্তে বেড সিন এবং অন্তরঙ্গ দৃশ্য। তবে এই ওয়েব সিরিজ উল্লু অ্যাপে রিলিজ করেনি। এই নতুন ঘাম ঝরানো ওয়েব সিরিজ আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। এই ওয়েব সিরিজের নাম ‘ফিরাঙ্গী ঠাকুরায়েন‘। এটি রিলিজ করেছে Wow entertainment এ। এই ওয়েব সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শায়না খাত্রী। এতে দেখানো হয়েছে একাধিক পরকিয়া সম্পর্ক ও তাঁদের রগরগে যৌনতা। এই ওয়েব সিরিজ ভুল করেও দেখেন না পরিবারের সামনে। একান্তে ঘরের দরজা বন্ধ করে এই ওয়েব সিরিজ দেখতে হবে।

Advertisement
Advertisement

Advertisement

Related Articles

Back to top button