বলিউডবিনোদনভোজপুরি

Bhojpuri: মেঘাশ্রীর আঁচল ধরে খেসারির উত্তেজনা, বন্ধ ঘরের ভেতরে কী ঘটল? দেখুন ভিডিও

১০ লাখের বেশি মানুষ এই ভাইরাল ভিডিওটি দেখেছেন

Advertisement
Advertisement

ডিজিটাল মাধ্যমে বিনোদন আজকাল টপ ট্রেন্ডি। টিভি বা রেডিওর ব্যবহার প্রায় বিলুপ্তির পথে। সেই জায়গায় জায়গা করে নিয়েছে ইউটিউব। এতে বিভিন্ন ধরনের বিনোদনমূলক ভিডিও ভাইরাল হয়ে থাকে। আজকাল ইউটিউব ট্রেন্ডিং তালিকায় উঁকি মারলেই দেখা মেলে বিভিন্ন ভোজপুরি মিউজিক ভিডিওর। আর এই ভিডিও ইন্টারনেটে এলেই তাতে লাইক ও কমেন্ট করে ভরিয়ে দেন নেটিজেনরা। এই ভোজপুরি ইন্ডাস্ট্রির তারকারাও আজকাল ব্যাপক জনপ্রিয় হয়ে যাচ্ছেন।

Advertisement
Advertisement

বর্তমানে ভোজপুরি ইন্ড্রাস্ট্রির জনপ্রিয়তা

ইন্টারনেট দুনিয়াতে নতুন কোনো ভোজপুরি মিউজিক ভিডিও এলেই তা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায় ইউটিউবে। আসলে এই ইউটিউবে ভোজপুরি মিউজিক ভিডিও আপলোড হলেই তাতে লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দেন নেট নাগরিকরা। একটি ভোজপুরি মিউজিক ভিডিওতে ইউটিউবে ভিউ সংখ্যা দেখলে আপনার চক্ষু চড়কগাছ হয়ে যেতে পারে। আর হবে নাই বা কেন। যেখানে একটি বলিউড মিউজিক ভিডিওতে মাত্র কয়েক মিলিয়ন ভিউ থাকে, সেখানে তার দ্বিগুণ বা তিন গুণ ভিউ পেয়ে থাকে ভোজপুরি মিউজিক ভিডিওগুলি। সম্প্রতি এমনই একটি ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে, যা নিয়ে আজকের এই প্রতিবেদন।

Advertisement

খেসারি লাল যাদব ও মেঘার রোমান্টিক কেমিস্ট্রি

ভোজপুরি ইন্ড্রাস্ট্রির নামজাদা অভিনেতা খেসারি লাল যাদবের নাম সকলেই শুনেছেন। তিনি প্রচুর ভোজপুরি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। সম্প্রতি খেসারি লাল যাদব এবং মেঘাশ্রী অভিনীত সুপারহিট ছবি ‘বোল রাধা বোল’-এর একটি সুপারহিট রোমান্টিক গান ব্যাপক জনপ্রিয় হচ্ছে। এই গানের নাম, ‘ভোরে ভোরে’। প্রথমে বন্ধ ঘরের মধ্যে খেসারি লাল মেঘাকে চুমুতে চুমুতে ভরিয়ে দিয়েছিলেন তারপরেই তারা কিন্তু আউটডোর শুটিং করেছেন সেখানেও দুজনকে ভীষণ কাছাকাছি আসতে দেখা গেছে। তাঁদের এই রোমান্টিক কেমিস্ট্রি দেখে লজ্জা পাবেন আপনিও। আট মাস আগে ‘ভোজপুরি হিট মিউজিক’ নামক youtube চ্যানেলের মাধ্যমে খেসারি লাল যাদবের অসাধারণ একটি নাচের ভিডিও। ইতিমধ্যেই প্রায় ১০ লক্ষ মানুষ দেখে ফেলেছেন।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button