ভাইরাল & ভিডিওবিনোদন

VIDEO: সমুদ্রের পাড়ে আম্রপালিকে জড়িয়ে রোম্যান্টিক মেজাজে ধরা দিলেন নিরাহুয়া, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Advertisement
Advertisement

করোনার সময় থেকেই বিনোদন জগতে এসেছে বড়সড় পরিবর্তন। আঞ্চলিক ফিল্ম ইন্ডাস্ট্রগুলির প্রতি আগ্রহ দেখাতে শুরু করেছেন দর্শক। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সিনেমাগুলি যেমন আন্তর্জাতিক ক্ষেত্রে পরিচিতি পেয়েছে, তেমনি ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির (Bhojpuri Film) রমরমা বেড়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটদুনিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছেয়ে গিয়েছে ভোজপুরি সিনেমা এবং মিউজিক ভিডিও।

Advertisement
Advertisement

বর্তমানে বলিউড সিনেমার জনপ্রিয়তাকে ছাপিয়ে গিয়েছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। নতুন করে চর্চায় উঠে আসছে ভোজপুরি সিনেমা। সেই সঙ্গে এই ইন্ডাস্ট্রির নতুন এবং পুরনো অভিনেতারাও প্রশংসা পাচ্ছেন প্রচুর। কারণ এই অভিনেতা অভিনেত্রীদের দৌলতেই নতুন করে খ্যাতির চূড়ায় উঠছে এই ফিল্ম ইন্ডাস্ট্রি। আর ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের কথা যদি ওঠে তাহলে নিরাহুয়া (Nirahua) এবং আম্রপালি দুবের (Aamrapali Dubey) কথা না বললেই নয়।

Advertisement

Advertisement
Advertisement

ভোজপুরি ইন্ডাস্ট্রির সবথেকে জনপ্রিয় জুটি তাঁরা। নিরাহুয়া ওরফে দীনেশ লাল যাদবের সঙ্গে আম্রপালির রসায়ন সুপারহিট। এই জুটি একসঙ্গে কোনো সিনেমা বা মিউজিক ভিডিওতে থাকা মানেই সেই সিনেমা হিট হবেই, এমনটাই মনে করেন তাঁদের অনুরাগীরা। তাঁদের জনপ্রিয়তা এতটাই বেশি যে তাঁদের ব্যক্তিগত জীবন নিয়েও আগ্রহী থাকেন নেট নাগরিকরা। আর এখন তো সারা দেশেই ছড়িয়ে পড়েছে নিরাহুয়া আম্রপালির জনপ্রিয়তা।

সম্প্রতি নিরাহুয়া এবং আম্রপালির ‘সংযোগ’ ছবির ‘পজরবা সট না’ নামে গানটি বেশ খ্যাতি পেয়েছে। সিনেমা এবং গানটি বেশ পুরনো হলেও এখন নতুন করে তা জনপ্রিয়তা পেয়েছে। ক্যাপটেন ওয়াচ হিটস নামে ইউটিউব চ্যানেলে মাত্র ছয় দিন আগেই এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। এই কদিনের মধ্যেই ৩ লক্ষের বেশি ভিউ হয়ে গিয়েছে ভিডিওটিতে। সোশ্যাল মিডিয়ায় রমরমা হতে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে ভোজপুরি গানের জনপ্রিয়তা। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে উঁকি দিলেই চোখে পড়বে ভোজপুরি গানে দেদারে নাচের ভিডিও। বিশেষ করে ইউটিউবে ভোজপুরি সিনেমার মিউজিক ভিডিও গুলির চাহিদা রয়েছে আকাশছোঁয়া।

Related Articles

Back to top button