Today Trending Newsদেশ

করোনা ভাইরাসের প্রভাবে এয়ারলাইনসের ব্যবসাতে মন্দা

Advertisement
Advertisement

এবার করোনা ভাইরাসের প্রভাব পড়ল এয়ারলাইনসে। প্লেনের ভাড়া অনেক কমে গিয়েছে করোনা ভাইরাসের দরুন। গত শুক্রবার থেকেই টিকিটের দাম অনেকাংশে কমে গিয়েছে। শুক্রবার দুপুরে ও শনিবার সকালে লন্ডন যাওযার জন্য মোটামুটি সব ফ্লাইটের যাওয়া এবং আসার  ভাড়া ৪৬ হাজার টাকা। ডিরেক্ট ফ্লাইটে মুম্বই-লন্ডন রিটার্ন ভাড়া মাত্র ৮০ হাজার টাকা। সময় মাত্র ২৪ ঘণ্টা লাগে ।

Advertisement
Advertisement

করোনা ভাইরাস আতঙ্কের ফলেই এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। মুম্বই থেকে সিঙ্গাপুর অবধি যে ফ্লাইট রয়েছে তার সিট ২৫৬ টি। কিন্তু অবাক কান্ড! দেখা যাচ্ছে সেই ফ্লাইটে মাত্র ২৫ জন যাত্রী। একই রকম ভাবে লন্ডন থেকে মুম্বাইয়ের  যে ফ্লাইট তার ইকোনমি ক্লাসে ৬০ জন যাত্রী। সংশ্লিষ্ট মহলের অনুমান, ৯/১১-র পরে এমনতর ভরাডুবি হয়নি এয়ারলাইনসে। অর্থাৎ দুই দশক পরে এমনতর অবনতি ফের একবার নজর কাড়ল।

Advertisement

আরও পড়ুন : করোনা ভাইরাস : সারা ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৪

Advertisement
Advertisement

এশিয়ার বেশিরভাগ দেশেই এয়ারলাইনসে করোনার প্রভাব লক্ষ্য করা গিয়েছে। দুবাই আবুধাবিগামী ফ্লাইটগুলিতেও বেহাল দশা। গত শুক্রবার মুম্বই বা দিল্লির বাসিন্দা দুবাই বা আবুধাবি থেকে দেশে ফেরার টিকিট কেটেছেন মাত্র ১৩,২০০ টাকায়। আগামী বুধবার অবধি ফ্লাইট ভাড়া অত্যাধিক কম হবে বলে জানা গেছে। মুম্বই থেকে প্যারিস যাওয়ার ফ্লাইটের টিকিটের দাম মাত্র ৪২ হাজার টাকা, মুম্বই থেকে বার্লিন গামী বিমানের টিকিটের ভাড়া মাত্র ৫৯ হাজার টাকা এবং মুম্বই থেকে জুরিখ এয়ারলাইনসে মাত্র ৪৭ হাজার টাকা।

Advertisement

Related Articles

Back to top button