অফবিটআন্তর্জাতিক

ভেনেজুয়েলায় জন্ম নিয়েছে এক মানুষের মতো দেখতে শুয়োর, গায়ে রয়েছে লোম

Advertisement
Advertisement

শ্রেয়া চ্যাটার্জি : পৃথিবীতে কত রকমেরই না আশ্চর্যের ঘটনা ঘটে চলেছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা কিছুটা জানতে পারি। সদ্য জন্মানো একটি বাচ্চার শুয়োরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একজন ভেনেজুয়েলান চাষী ধরে রয়েছে এই শুয়োর টিকে। সবে তিন ঘণ্টা আগেই এর জন্ম হয়েছে। কিন্তু এর সারা গায়ে ভর্তি লোমে। তবে এই ঘটনাটা সত্যিই ভয়ঙ্কর।

Advertisement
Advertisement

অনেকেই লিখেছেন, তাদের খাদ্যাভ্যাস প্রচন্ড খারাপ এবং তারা উপযুক্ত খাবার পশুদের দিতে পারে না এবং এই ভিটামিন, মিনারেলের অভাবে হয়তো এই ধরনের পশুর জন্ম হয়েছে। অনেকে তো ভয়ঙ্কর এবং প্রচন্ড বিচ্ছিরি বলে সোশ্যাল মিডিয়ার মন্তব্য করেছেন।

Advertisement

Advertisement
Advertisement

আরও পড়ুন : গ্রাম থেকে বিদেশে পাড়ি, বিশ্ববাজারে বিক্রি হচ্ছে ৮০ বছরের বৃদ্ধের আঁকা ছবি

তবে এমন ঘটনা কিছু নতুন নয়। দক্ষিণ আমেরিকার শহরগুলিতে এমন প্রায়শই দেখা যায়। এ পশুটিকে দেখতে অনেকটা মানুষের মুখের মত। অতিরিক্ত পেস্টিসাইডস এর ব্যবহারের ফলে এখানে এমন ঘটনা প্রায়ই দেখা যায়। অনেকেই এই বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তিত তারা বলেছেন এমন যদি চলতে থাকে তাহলে পশুদের ভবিষ্যতে কি হবে? পশু রক্ষক সংস্থাগুলিকে এ বিষয়ে অনেক বেশি দায়িত্বশীল এবং দেখাশোনা করতে হবে। দেখাশোনা করতে পারলে তবেই সুস্থ শিশু জন্মাবে। এদের উপযুক্ত খাবার, ভিটামিন, মিনারেল দেওয়ার প্রয়োজন আছে। এইভাবে অসুস্থ,অদ্ভুত, বীভৎস শিশু জন্মানো কাম্য নয়।

Advertisement

Related Articles

Back to top button