ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

WB Government: মাসে মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবে সরকার, এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা জেনে নিন

Advertisement
Advertisement

দেশবাসীর কল্যাণে বহু জনহিতকর প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। তেমনি রাজ্যবাসীর উন্নয়নেও একগুচ্ছ কল্যাণকর প্রকল্প রয়েছে রাজ্য সরকারের (WB Government Schemes)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একাধিক প্রকল্প রয়েছে রাজ্যে যেগুলির সুবিধা উপভোগ করছেন বহু মানুষ। কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, সবুজসাথী, খাদ্যসাথী, কৃষকবন্ধুর মতো ৫০ টি প্রকল্প চালু রয়েছে রাজ্যে। এই প্রকল্পগুলির মাধ্যমে আর্থিক সহায়তা ছাড়াও বিভিন্ন ভাবে লাভবান হয়ে থাকেন উপভোক্তারা।

Advertisement
Advertisement

রাজ্য সরকারের যে প্রকল্প গুলি বর্তমানে চালু রয়েছে এর মধ্যে অন্যতম হল কন্যাশ্রী। এই প্রকল্পটির দৌলতে গোটা বিশ্বেই নাম হয়েছে পশ্চিমবঙ্গের। কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের ছাত্রীরা উচ্চ মাধ্যমিক পাশ করলেই ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা পেয়ে থাকেন সরকারের তরফে। রাজ্য সরকারের আরো একটি জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলাদের আর্থিক ভাবে সাবলম্বী করে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে অসংরক্ষিত শ্রেণি অর্থাৎ জেনারেল ক্যাটেগরির মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারে মাসে ১০০০ টাকা করে আর্থিক সহায়তা পেয়ে থাকেন। আর সংরক্ষিত শ্রেণির মহিলারা মাসে পান ১২০০ টাকা।

Advertisement

স্বাস্থ্য সাথী প্রকল্পে উপভোক্তারা একটি স্বাস্থ্য সাথী কার্ড পেয়ে থাকেন। এই প্রকল্পের আওতায় উপভোক্তারা ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পেয়ে থাকেন। রাজ্যের বেকার যুবকদের জন্য যুবশ্রী প্রকল্পও রয়েছে সরকারের। রাজ্যের কর্মহীন যুবকরা মাসে মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পেয়ে থাকেন এই প্রকল্পে। রাজ্যবাসীকে ভর্তুকি যুক্ত খাদ্যশস্য দেওয়ার জন্য খাদ্য সাথী প্রকল্প রয়েছে সরকারের।

Advertisement
Advertisement

মেয়েদের পড়াশোনার পাশাপাশি বিয়ের জন্যও আর্থিক সহায়তা দেওয়া হয় সরকারের তরফে। রূপশ্রী প্রকল্পের আওতায় মেয়ের বিয়ের সময় ২৫ হাজার টাকা দেওয়া হয়। এছাড়াও নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের জন্য বিনামূল্যে সাইকেল দেওয়া হয় সবুজ সাথী প্রকল্পে। রাজ্যের কৃষকদের জন্যও বছরে ১০ হাজার টাকা সহায়তা পেয়ে থাকে কৃষকবন্ধু প্রকল্পে।

Advertisement

Related Articles

Back to top button