Today Trending Newsনিউজরাজ্য

প্রধানমন্ত্রীর কাছে রাজ্যবাসীর স্বার্থে একাধিক দাবি মমতার

Advertisement
Advertisement

আজ প্রধানমন্ত্রীর সাথে  দেশের প্রায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী প্রত্যেক মুখ্যমন্ত্রীদের বলেছেন যে যেকোনো সময় প্রধানমন্ত্রীকে ফোন করা যাবে, যদি কোনো পয়েন্ট গাইডলাইনে যোগ করতে চান, সেটা প্রধানমন্ত্রীকে জানাতে বলেছেন। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও।

Advertisement
Advertisement

মুখ্যমন্ত্রী আজ বৈঠকে বেশ কিছু দাবি তুলেছেন, সেগুলি হল-

Advertisement

১) অসংগঠিত ক্ষেত্রে আর্থিক প্যাকেজ ঘোষণা করার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী।

Advertisement
Advertisement

২) ১০০ দিনের কর্মীদের আগামী ২ মাসের জন্য বেতন দেবার কথা ও তিনি বলেছেন।

৩) আন্তর্জাতিক উড়ান পরিষেবা বন্ধ রাখার আর্জি জানিয়েছেন।

৪) দূরপাল্লার ট্রেন বন্ধ রাখার কথা বলেছেন।

৫) এছাড়া আন্তর্জাতিক সীমান্ত বন্ধের আর্জি ও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

৬) তার সাথে পরিযায়ী শ্রমিকদের দেখভালের ব্যবস্থাও করার আবেদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

৭) এছাড়া দেশের জিডিপি-র অন্তত ৬ শতাংশ দেশের বর্তমান পরিস্থিতিতে ব্যবহার করতে তিনি প্রস্তাব জানিয়েছেন। এই ক্ষেত্রে তিনি ইংল্যান্ড ও জাপানের জিডিপি-র প্রসঙ্গ তুলে ধরেছেন।

৮) এরসাথে যে সমস্ত কোম্পানির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীদের ত্রাণ তহবিলে অনুদান দিচ্ছেন, তাদের ক্ষেত্রে CSR-র সুযোগ সুবিধা দেওয়া হোক, সেটার কথা তিনি বলেছেন। প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এই সুবিধা দেওয়া হয়। তাই সেটা এক্ষেত্রেও শুরু করার দাবি করেছেন।

৯) সমস্ত দিকগুলি মানবিক দিক থেকে দেখার আবেদন করেছেন।

১০) নিত্য প্রয়োজনীয় জিনিসের যোগান উপযুক্ত পরিমানে রাখার আর্জি তিনি জানিয়েছেন।

১১) ক্ষুদ্র, মাঝারি ও পর্যটন শিল্পের জন্য কিছু সুযোগ সুবিধার আবেদন তিনি করেছেন।

Advertisement

Related Articles

Back to top button