নিউজরাজ্য

Rain Update: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া কোপ, আজ থেকেই টানা বৃষ্টিতে কমবে তাপমাত্রা

Advertisement
Advertisement

সপ্তাহের শুরুতেই বৃষ্টি (Rain Update) নিয়ে এল বড় আপডেট। সপ্তাহের প্রথম থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনার কথা আবহাওয়া দফতর। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী আগামী সপ্তাহের তৃতীয় দিনে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি আরো জোরালো হতে পারে। ঘূর্ণাবর্তটি প্রথমে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে তারপর ২২ মে বঙ্গোপসাগরের মধ্যভাগে নিম্নচাপে পরিণত হবে সেটি। পাশাপাশি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরেও প্রবেশ করতে চলেছে। এই দুই মিলিয়েই কয়েক দিন রাজ্যে বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে।

Advertisement
Advertisement

হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম ছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গেও পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারে এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার সারাদিন বজায় থাকবে মনোরম আবহাওয়া। রাজ্যের প্রতিটি জেলাতেই এদিন থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে উত্তরবঙ্গে মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর ছাড়া সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Advertisement

মঙ্গলবারও একই রকম বৃষ্টি পরিস্থিতি বজায় থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন। উত্তরবঙ্গের পাঁচটি জেলা ছাড়া বাদবাকি জেলাগুলি ভিজবে বিক্ষিপ্ত বৃষ্টিতে। বুধবার রাজ্য জুড়েই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। এ বছর মৌসুমী বায়ু তাড়াতাড়ি প্রবেশের ফলে বর্ষাও আসছে তাড়াতাড়ি।

Advertisement
Advertisement

১৯ মে রবিবার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নির্ধারিত সময়ের আগেই বর্ষা প্রবেশ করবে বলে অনুমান হাওয়া অফিসের। সাধারণত আবহাওয়া দফতর ২৫ বছরের গড় করে একটি দিন ঠিক করে মৌসুমী বায়ু প্রবেশ করার। এই হিসেব মতো আন্দামানে নিকোবরে মৌসুমী বায়ু প্রবেশের দিন নির্ধারিত হয়েছে ২২ মে। ভারতের মূল ভূখন্ড অর্থাৎ কেরলে মৌসুমী বায়ু প্রবেশ করার দিন ১ জুন। আর সারা ভারতে মৌসুমী বায়ু পৌঁছানোর কথা রয়েছে ৮ জুলাইয়ের মধ্যেই।

Related Articles

Back to top button