Today Trending Newsনিউজরাজ্য

BREAKING: বাংলায় লকডাউন বাড়ানো হল ৩০ এপ্রিল পর্যন্ত, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Advertisement
Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯৫ জন। রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ জন। যার মধ্যে ১৬ টি পরিবারের ৭০ জন আক্রান্ত হয়েছেন। এরসাথে প্রধানমন্ত্রীর কাছে তিনি কি কি দাবি তুলে ধরেছেন, সেগুলির সম্পর্কেও সাংবাদিক বৈঠকে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলছেন, ” ধান কাটতে একসাথে ৫০ জন যাবার কোনো দরকার নেই, ধান কাটা নিয়ে কোনো সমঝোতা নয়”। এরসাথে কৃষকদের জন্য ‘অন্নদাত্রী’ নামক একটি App আর কয়েকদিনের মধ্যে তৈরী করা হবে বলে তিনি জানিয়েছেন। বাংলায় ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন হবে বললেন মুখ্যমন্ত্রী।

Advertisement
Advertisement

স্কুল-কলেজ আগামী ১০ জুন পর্যন্ত বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অনলাইনে যাতে শিক্ষা ব্যবস্থা চালানো যায় সেই দিকটা বিশেষ নজর দিতে বলেছেন। পয়লা বৈশাখের পর আরেকবার মিড্ ডে মিল দেওয়া হবে। অত্যাবশ্যকীয় পণ্যের দোকানগুলির সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে, যাতে একসাথে সবাই গিয়ে জমায়েত না করেন। তাই সকাল ১০ টা থেকে সন্ধ্যে ৭ টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে।

Advertisement

পয়লা বৈশাখের দিন বাড়িতেই পুজো করার কথা বলেছেন। নিয়ম মেনে বাড়িতেই হালখাতা করতে বললেন মুখ্যমন্ত্রী। মানুষজনের সুবিধার্থে বেকারি চালু হবে। তবে সেক্ষেত্রে অবশ্যই নিয়ম মানতে হবে। নিয়ম না মানলে কড়া ব্যবস্থা ও নেওয়া হবে। কাল ও পরশু নবান্ন বন্ধ থাকবে, নবান্নে স্যানিটেজ করতে হবে বলেছেন মুখ্যমন্ত্রী। লকডাউনে পুলিশকে বার্তা মুখ্যমন্ত্রীর। পুলিশকে বাড়াবাড়ি করতে মুখ্যমন্ত্রী নিষেধ করেছেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button