বিনোদনভাইরাল & ভিডিও

Sapna Choudhary: ‘আঁখিও সে গুলি মারে’ গানে বোল্ড পারফরমেন্স করলেন স্বপ্না চৌধুরী, নেটের শাড়ি পরে দেখালেন যৌবন

সোফিয়া আনসারী, এঞ্জেল রাই, ববিতা শেরার মতো এমন একাধিক যুবতী রয়েছেন, যারা সোশ্যাল মিডিয়ার হাত ধরে আজ পুরো পৃথিবীতে রাজত্ব করছেন।

Advertisement
Advertisement

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় যে জিনিসটি সর্বাধিক ভাইরাল হচ্ছে সেটি হল ভারতীয় যুবতীদের উত্তপ্ত ডান্সের ভিডিও। বিগত কয়েক বছরে অভিনন্দন জগতে নতুন ভাবে যুক্ত হয়েছে ভারতীয় যুবতীদের কর্মকান্ড। যা বর্তমানে ছেলে থেকে বৃদ্ধ প্রত্যেকেই উপভোগ করছেন। আপনারা জানলে অবাক হবেন, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় যুবতীদের এমন একাধিক ভিডিও রয়েছে, যেগুলি কয়েক কোটি পর্যন্ত ভিউজ অর্জন করেছে। তাছাড়া সোশ্যাল মিডিয়ার সৌজন্যে অনেক যুবতী আজ পরিণত হয়েছেন সোশ্যাল মিডিয়া সেন্সেশনে।

Advertisement
Advertisement

সোফিয়া আনসারী, এঞ্জেল রাই, ববিতা শেরার মতো এমন একাধিক যুবতী রয়েছেন, যারা সোশ্যাল মিডিয়ার হাত ধরে আজ পুরো পৃথিবীতে রাজত্ব করছেন। বলিউডের তারকা অভিনেত্রীদের চেয়েও অধিক ফ্যান ফলোয়িং তৈরি করেছেন। এমনকি, উপার্জনের দিক থেকেও ছাড়িয়ে গেছেন একাধিক অভিনেত্রীকে। যাদের হট ভিডিওগুলি উপভোগ করার জন্য আজকের দিনে অধীর আগ্রহে বসে থাকেন তার ভক্তরা।

Advertisement

সম্প্রতি তেমনি একটি ভিডিও নজরে এসেছে সোশ্যাল মিডিয়া প্রেমীদের। হরিয়ানার সেক্সি ডান্সার স্বপ্না চৌধুরী এবার নেটের শাড়িতে অন-স্ক্রিন চরম সাহসিকতা দেখালেন। বলিউডের অত্যন্ত জনপ্রিয় গান তথা “আঁখি আছে গুলি মারে”-তে ডান্স নায়ক গোবিন্দাকেও পেছনে ফেলেছেন স্বপ্না চৌধুরী। ভাইরাল এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, সবুজ রঙের নেটের শাড়িতে নিজেকে আবৃত করেছেন স্বপ্না চৌধুরী। তবে আঁচলের নিজের রসালো যৌবন সোশ্যাল মিডিয়া প্রেমীদের উপহার দিতে কোন প্রচেষ্টা বাকি রাখেননি এই নৃত্যশিল্পী। ইনস্টাগ্রামে হট এই নৃত্যশিল্পীর চরম লুক বর্তমানে ঘুম কেড়ে নিয়েছে মিডিয়া প্রেমীদের। দেখুন ভাইরাল ভিডিও-

Advertisement
Advertisement

Related Articles

Back to top button