আমাদের দেশে ক্যাটাগরি সিস্টেম এর জন্য অনেক ছাত্র আর্থিকভাবে দুর্বল হওয়া সত্বেও কোনরকম সুবিধা পাইনা। আমাদের দেশে জেনারেল স্টুডেন্টরা সুবিধা পাওয়ার দিক দিয়ে অনেকটাই পিছিয়ে অন্যান্য স্টুডেন্ট দের থেকে। আজ, মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজিওয়াল রাজ্যের ছাত্রদের জন্য দারুন একটি উদ্যোগ নিয়েছেন। রাজ্যের ছাত্রদের একলাখ করে টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি। এই স্কিমের সুবিধা পাবেন আর্থিকভাবে দুর্বল জেনারেল ক্যাটাগরির সব পড়ুয়ারা। ‘জয় ভিম’ নামে এই স্কিমটির নাম দেওয়া হয়েছে। এই স্কিম ৪০ হাজার টাকা করে দেওয়া হত। এবার আরও ষাট হাজার টাকা বাড়ানো হল। এই স্কিম প্রযোজ্য হচ্ছে সকল ছাত্রদের জন্য।
Related Articles
Government Scheme for Men: পুরুষদের জন্য চালু হবে লক্ষীর ভান্ডারের মতো প্রকল্প? কি বললেন মুখ্যমন্ত্রী?
December 12, 2024
Digha Jagannath Mandir: বাংলা নববর্ষের পরই হবে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন, সোনার ঝাড়ু দেবেন মমতা, কবে খুলবে মন্দির?
December 12, 2024