নিউজরাজ্য

Train Cancel: শনিবার থেকে শুরু রক্ষণাবেক্ষণের কাজ, ভোগান্তি বাড়িয়ে হাওড়া ডিভিশনে বাতিল একাধিক ট্রেন

Advertisement
Advertisement

রেলের (Indian Railways) কাজের জন্য ট্রাফিক ব্লক হতে চলেছে হাওড়া ডিভিশনে (Howrah Division)। আজিমগঞ্জ কাটোয়া সেকশনের খাগড়াঘাট এবং কর্ণসুবর্ণ স্টেশনের মধ্যে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হতে চলেছে। এই দুই স্টেশনের মাঝে ডাউন লাইনে স্লিপার রিনিউ, ব্যালাস্ট প্যাকিং, ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ শুরু হতে চলেছে। সেই কারণে পূর্ব রেলের এই শাখায় কিছুদিন ট্রাফিক ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
Advertisement

যাত্রী নিরাপত্তা এবং ট্রেন পরিষেবার সময়ানুবর্তিতা বজায় রাখার জন্য নির্দিষ্ট সময়ে রক্ষণাবেক্ষণ জরুরি। এই কাজ যাতে নিরাপদভাবে এবং দ্রুত মসৃণ ভাবে সম্পন্ন করা যায় তাই ২৫.০৫.২০২৪ থেকে ২৬.০৬.২০২৪ এর মধ্যে ১৫ দিন ২৪০ মিনিট ট্রাফিক ব্লক রাখা হচ্ছে এই সেকশনে। সেই কারণে মে মাসের ২৫, ২৭, ২৯ এবং জুন মাসের ১, ৩, ৫, ৮, ১০, ১২, ১৫, ১৭, ১৯, ২২, ২৪ এবং ২৬ তারিখে একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

এই ট্রাফিক ব্লকের কারণে একাধিক ট্রেন বাতিল হওয়ায় সাময়িক ভাবে যাত্রীদের সমস্যার মুখে পড়তে হতে পারে। সে আশঙ্কা করেই পূর্ব রেলের তরফে যাত্রীদের উদ্দেশে সহযোগিতার আবেদন জানানো হয়েছে। কারণ সাময়িক ভাবে সমস্যা সৃষ্টি হলেও নিরাপত্তা এবং পরিষেবার মান উন্নয়নের জন্য এই রক্ষণাবেক্ষণ জরুরি বলেই উল্লেখ করা হয়েছে রেলের তরফে।

Advertisement
Advertisement

সম্প্রতি দমদম জংশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে কাজের জন্য একটানা ট্রাফিক ব্লক ছিল শিয়ালদহ ডিভিশনে। ১৮ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ২০ দিন চলেছে ট্রাফিক ব্লক। এই সময়কালে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছিল। পাশাপাশি বেশ কিছু ট্রেন বাতিলও করে দেওয়া হয়েছিল। সবসময়ই যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পরিষেবা উন্নত করার চেষ্টা করে রেল। রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্তে যেতে বা দেশের বিভিন্ন জায়গায় যেতে অধিকাংশ মানুষেরই প্রথম ভরসা রেল। তাই পরিষেবার মান উন্নয়ন এবং যাত্রী সুবিধা বজায় রাখতে আপডেট হতেই থাকে রেল।

Advertisement

Related Articles

Back to top button