ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, কোনো স্কিমে টাকা বিনিয়োগ করতে হলে আগে খুলতে হয় সেভিংস অ্যাকাউন্ট (Savings Account)। কিন্তু যেকোনো সরকারি বা বেসরকারি ব্যাঙ্কেই সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) তুলনায় কম। তবে অনেকেই জানেন না, সেভিংস অ্যাকাউন্টের উপরেও এফডির মতো সুদ পাওয়া সম্ভব। তার জন্য করতে হবে ছোট্ট একটি কাজ।
বর্তমানে সেভিংস অ্যাকাউন্টে বছরে ২.৫ থেকে ৪ শতাংশ পর্যন্ত হারে সুদ পাওয়া যায়। বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে এই হার ভিন্ন ভিন্ন। অন্যদিকে ফিক্সড ডিপোজিটে বার্ষিক সুদের হার ৫-৮ শতাংশ। তবে সেভিংস অ্যাকাউন্টেও এই হারে সুদ পাওয়া সম্ভব। সেক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টে অটো সুইপ ব্যবস্থা রাখতে হবে। তবেই সেভিংস অ্যাকাউন্টেও পাওয়া যাবে ফিক্সড ডিপোজিটের মতো সুদ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকী এই অটো সুইপ ব্যবস্থা? এর মাধ্যমে একই অ্যাকাউন্টে সেভিংস এবং ফিক্সড ডিপোজিট দু ভাবেই ব্যবহার করা যায়। এই ব্যবস্থায় সেভিংস অ্যাকাউন্টে স্বয়ংক্রিয় ভাবে জমা টাকার একটি ঊর্দ্ধসীমা নির্ধারিত হয়। সেই সীমা অতিক্রম করলেই স্বয়ংক্রিয় ভাবে সেভিংস অ্যাকাউন্ট বদলে যায় ফিক্সড ডিপোজিটে। ফলত তখন এফডি এর হারে সুদ পেতে শুরু করেন গ্রাহক। আবার অ্যাকাউন্টে রাখা টাকার পরিমাণ ঊর্দ্ধসীমার নীচে নেমে গেলে ফের ফিক্সড ডিপোজিটের হারে সুদ বন্ধ হয়ে সেভিংস অ্যাকাউন্টের হারেই সুদ দেওয়া হয়।
সাধারণত ফিক্সড ডিপোজিটে একটি নির্দিষ্ট মেয়াদের মধ্যে বিনিয়োগ করলে নিশ্চিত রিটার্ন পাওয়া যায়। মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে টাকা তুললে দিতে হয় জরিমানা। কিন্তু সেভিংস অ্যাকাউন্টকে অটো সুইপে রেখে ফিক্সড ডিপোজিটের সুবিধা নিলে এই সমস্যায় পড়ার কোনও চিন্তা নেই। কারণ এখানে এফডির উপরে কোনও মেয়াদ নির্ধারণ করা হয় না।
আবার নোটবন্দি? রাতারাতি ৫০০ টাকার নোট বাতিল হলে কী করবেন?