নিউজরাজ্য

Bank Holiday: একটানা চারদিন বন্ধ ব্যাঙ্ক, ২৫ মে ব্যাঙ্ক খোলা থাকছে? জেনে নিন

Advertisement
Advertisement

এপ্রিল মাসের শেষে শুরু হয়ে মে মাস জুড়ে চলছে লোকসভা নির্বাচন। ফলত অন্যান্য মাস গুলির তুলনায় মে মাসে ব্যাঙ্ক গুলিতে (Bank Holiday) ছুটির সংখ্যা বেড়েছে। কারণ যেদিন যে এলাকায় লোকসভা নির্বাচন হচ্ছে সেদিন সেখানে বন্ধ রাখা হচ্ছে ব্যাঙ্ক। এমনিতে জাতীয় ছুটি, সাপ্তাহিক ছুটির পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক উৎসবের কারণেও কিছু কিছু শহরে বন্ধ থাকে ব্যাঙ্ক। আগামী ২৫ মে ব্যাঙ্ক খোলা থাকছে নাকি বন্ধ জেনে নিন।

Advertisement
Advertisement

২৫ মে, শনিবার রয়েছে ষষ্ঠ দফার নির্বাচন। আটটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৫৮ টি এলাকায় হবে ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তরপ্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, বিহার, দিল্লি, ওড়িশা, জম্মু ও কাশ্মীর রাজ্যগুলিতে হবে ষষ্ঠ দফার নির্বাচন। তাই এই রাজ্যগুলিতে ২৫ তারিখ বন্ধ থাকবে ব্যাঙ্ক। এছাড়াও ২৫ তারিখ মাসের চতুর্থ শনিবার। তাই সব রাজ্যেই এদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

Advertisement

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ২৩ তারিখ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে একাধিক রাজ্যে বন্ধ ছিল ব্যাঙ্ক। আগরতলা, আইজল, বেলাপুর, ভোপাল, চণ্ডীগড়, দেহরাদুন, ইটানগর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, শিমলা এবং শ্রীনগরের মতো জায়গায় বন্ধ ছিল ব্যাঙ্ক। শুক্রবার ২৪ মে ত্রিপুরা, ওড়িশার মতো রাজ্যগুলিতে নজরুল জয়ন্তী উপলক্ষে বন্ধ রয়েছে ব্যাঙ্ক। এরপর ফের ২৬ তারিখ রবিবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে দেশ জুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

Advertisement
Advertisement

ব্যাঙ্ক বন্ধ থাকলেও এটিএম, নেটব্যাঙ্কিং এর মতো পরিষেবাগুলি পাবেন গ্রাহকরা। প্রসঙ্গত, প্রত্যেক সপ্তাহেই সাপ্তাহিক ছুটির দিনগুলিতে রাজ্য জুড়ে বন্ধ থাকে ব্যাঙ্ক। জাতীয় ছুটির দিনগুলিতেও দেশের প্রতিটি ব্যাঙ্কের ছুটি থাকে। এছাড়া দেশের যে যে অঞ্চলে বিশেষ কোনো আঞ্চলিক কারণে বা আঞ্চলিক উৎসবের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকে, সেই ছুটি গুলিও উল্লেখ করা থাকে তালিকায়।

Advertisement

Related Articles

Back to top button