ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Post Office Scheme: মাত্র ১০০০ টাকা থেকেই শুরু করুন বিনিয়োগ, ২ বছরে মহিলারা পাবেন ২ লক্ষ টাকা

Advertisement
Advertisement

অর্থ বিনিয়োগের ক্ষেত্রে অনেকেই ভরসা করে থাকেন পোস্ট অফিসের বিভিন্ন স্কিম (Post Office Scheme) গুলির উপরে। সরকার দ্বারা পরিচালিত হওয়ায় স্কিম গুলিতে বিনিয়োগের ঝুঁকি নেই। রিটার্নও পাওয়া যায় নিশ্চিত। বিভিন্ন সরকারি প্রকল্পও চালানো হয়ে থাকে পোস্ট অফিসের মাধ্যমে, যেখানে প্রবীণ নাগরিকদের পাশাপাশি মহিলাদের জন্যও নানান স্কিম রয়েছে। এমনই একটি পোস্ট অফিস স্কিমের ব্যাপারে খোঁজ রইল এই প্রতিবেদনে।

Advertisement
Advertisement

স্মল সেভিং স্কিমের অধীনে পোস্ট অফিসের মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট স্কিমটি বেশ জনপ্রিয়। মাত্র ২ বছরেই ২.৩২ লক্ষ টাকা রিটার্ন পাওয়া যায় এই স্কিমে। মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য, তাদের আর্থিক ভাবে স্বাবলম্বী করে তুলতে মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট স্কিমের সূচনা করা হয় সরকারের তরফে। এই স্কিমে ১০০০ টাকা থেকে শুরু করে ২ লক্ষ টাকা পর্যন্ত জমা করা যেতে পারে। তবে জমা করা অর্থের পরিমাণ এর বেশি হওয়া যাবে না।

Advertisement

১০০ এর গুণিতকে এই স্কিমে টাকা জমা করতে হয়। পাশাপাশি একাধিক অ্যাকাউন্টও খোলা যেতে পারে এই স্কিমে। তবে প্রথম অ্যাকাউন্টের তিন মাস পরেই খোলা যেতে পারে দ্বিতীয় অ্যাকাউন্টটি। বর্তমানে বার্ষিক ৭.৫ শতাংশ হারে সুদ দেওয়া হয় এই স্কিমে, যা তিন মাসের ভিত্তিতে দেওয়া হয়। অর্থাৎ এই স্কিমে সর্বোচ্চ ২ লক্ষ টাকা বিনিয়োগ করলে ৭.৫০ শতাংশ হারে সুদ পাওয়া যাবে ৩২০৪৪ টাকা। দু বছর পর মেয়াদ পূর্তিতে পাওয়া যাবে মোট ২,৩২,০৪৪ টাকা।

Advertisement
Advertisement

যদি অ্যাকাউন্ট ধারীর মৃত্যু হয় তাহলে নমিনি বা পরিবারের সদস্যরা তুলতে পারবেন টাকা। এছাড়া জীবনের ঝুঁকি থাকা অসুস্থতার ক্ষেত্রেও চিকিৎসার জন্য টাকা তোলা যাবে। এই স্কিমে অ্যাকাউন্ট খোলার পর ৬ মাস পরে বন্ধ করা যায় অ্যাকাউন্টটি। তবে সেক্ষেত্রে ২ শতাংশ কম সুদে টাকা দেওয়া হয়।

Advertisement

Related Articles

Back to top button