লঞ্চের আগেই জেনে নিন সস্তা 5G ফোন Moto G35 এর সমস্ত বৈশিষ্ট্য, রয়েছে DSLR লেভেল ক্যামেরাও
আপনি যদি এই নতুন স্মার্টফোনটি কিনতে চান তাহলে আপনাকে সেলের জন্য অপেক্ষা করতে হবে
যারা বর্তমানে সস্তায় একটা 5g স্মার্টফোন কেনার কথা চিন্তা করছেন তাদের জন্য রয়েছে একটা দারুন আপডেট। আগামী সপ্তাহে মোটোরোলা লঞ্চ করতে চলেছে তাদের নতুন MOTO G35 5G স্মার্টফোন। ভারতে এই স্মার্টফোনটি লঞ্চ হবে একেবারে লো বাজেট স্মার্টফোন সেগমেন্টে। এই স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন অত্যন্ত স্টাইলিশ লুক, অসাধারণ ফিচার এবং শক্তিশালী স্পেসিফিকেশন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লো বাজেট ফোনটির ব্যাপারে। এছাড়াও, জেনে নেওয়া যাক কোন কোন স্পেসিফিকেশন আপনার জন্য রয়েছে এই ফোনে।
লঞ্চের তারিখ
আপনাদের জানিয়ে রাখি MOTOROLA কোম্পানির মোটো জি ৩৫ স্মার্টফোনটি ভারতে লঞ্চ হয়েছে আজকে অর্থাৎ ১০ ডিসেম্বর। কোম্পানির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্স এর মাধ্যমে ১০ ডিসেম্বর দুপুর ১২ঃ০০ টার সময় ফোনের দাম এবং সেলের ডেট জানানো হয়েছে। শপিং সাইট ফ্লিপকার্ট এর মাধ্যমে এই স্মার্ট ফোন বিক্রি করবে মটোরোলা।
Moto G35 5G এর দাম
স্মার্টফোনটি ভারতে পাওয়া যাবে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ। এই ফোনটি ভেগান লেদার ডিজাইন সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটি লাল সবুজ এবং কালো এই তিনটি রঙের অপশনে লঞ্চ হয়েছে। এই ফোনটি আপনারা পেয়ে যাবেন ১৫ হাজার টাকার বাজেট সেগমেন্টে। স্মার্টফোনের দাম হতে পারে ১৪৯৯৯ টাকা থেকে শুরু। অন্যদিকে অফারসহ এই ফোনটি আপনি পেয়ে যাবেন মাত্র ১২ হাজার টাকায়।
MOTO G35 5G ফিচার
স্মার্টফোনের সব থেকে বড় হাইলাইট হলো এই স্মার্টফোনের ডিসপ্লে ও ক্যামেরা। এখানে আপনারা ৬.৭২ ইঞ্চির রাউন্ড এজ ফ্ল্যাট পাঞ্চ হোল ডিসপ্লে দেখতে পেয়ে যাবেন। এই ফোনটিতে আইপিএস এলসিডি প্যানেল দেওয়া হয়েছে এবং এর রেজোলিউশন ফুল এইচডি প্লাস। এখানে আপনারা পাচ্ছেন হাই কোয়ালিটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ডিসপ্লে। এছাড়াও ভিশন বুস্টার এবং গরিলা গ্লাস থ্রি প্রটেকশন দেওয়া হয়েছে এই ফোনের ডিসপ্লেতে।
পারফরম্যান্স
পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে UniSOC T760 প্রসেসর যেটি ৬ ন্যানোমিটার টেকনোলজি দিয়ে তৈরি হয়েছে। এই প্রসেসরটি হতে চলেছে সম্পূর্ণ একটি ৫জি প্রসেসর এবং এই চিপ সেটের মাধ্যমে আপনারা সহজে মাল্টিটাস্কিং করতে পারবেন। তবে খুব বেশি গেমিং করার জন্য কিন্তু এই ফোন ভালো নয়। এখানে আপনারা অ্যান্ড্রয়েড ১৪ সাপোর্ট পেয়ে যাবেন এবং থাকবে হ্যালো ইউআই সাপোর্ট। দুই বছরের সিকিউরিটি প্যাচ এবং এক বছরের অ্যান্ড্রয়েড আপডেট রয়েছে আপনার জন্য। এছাড়াও মালি G57 জিপিইউ দেওয়া হয়েছে এই ফোনে। এই ফোনটি লঞ্চ করা হয়েছে ৪ জিবি RAM অপশনে। এছাড়াও আপনারা র্যাম বুস্টার ফিচার ব্যবহার করে ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল Ram বাড়িয়ে নিতে পারবেন। এছাড়াও ফোনটিতে ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ থাকবে। পাশাপাশি যেহেতু এখানে স্টোরেজ একটু কম, তাই একই সাথে মাইক্রো এসডি কার্ড কাজ করবে। আপনারা এসডি কার্ড ব্যবহার করে আপনার স্টোরেজ বাড়িয়ে নিতে পারেন।
ক্যামেরা এবং অন্যান্য বৈশিষ্ট্য
এই ফোনের ক্যামেরা একটা বড় ফিচার। এখানে ফটোগ্রাফির জন্য দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। ব্যাক প্যানেল রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা যা কোয়াড পিক্সেল ফিচারসহ কাজ করবে। অন্যদিকে রয়েছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা। এই ফোনে সেলফি তোলার জন্য আপনারা পাচ্ছেন ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও আপনারা ২০ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারসহ ৫,০০০ মিলি এম্পিয়ার ব্যাটারি। ভারতের সমস্ত ৫জি ব্যান্ড সাপোর্ট করবে এই স্মার্টফোন। ফলে আপনারা খুবই সহজে রিলায়েন্স জিও এবং এয়ারটেল নেটওয়ার্কের ফাস্ট কানেক্টিভিটি ব্যবহার করতে পারবেন। এছাড়াও এই ফোনে ৪ চ্যানেল ক্যারিয়ার এগ্রিগেশন থাকবে, যার ফলে ইন্টারনেট কানেক্টিভিটি আরো ভালো হবে।
এছাড়াও এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ডুয়াল স্টুডিও স্পিকার ডলবি এটমস টেকনোলজি সহ। এর ফলে আপনার গান শোনা বা ভিডিও দেখার অভিজ্ঞতা খুব ভালো হবে। এই ফোনের ওজন ১৮৫ গ্রাম এবং থিকনেস ৭.৭৯ মিলিমিটার। কানেক্টিভিটির জন্য দেওয়া হয়েছে ব্লুটুথ ৫.০, ৫ GHz ওয়াইফাই এবং হটস্পট ফিচার। এছাড়াও ডান দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যার মাধ্যমে আপনি খুব সহজে ফোন আনলক করতে পারবেন। এছাড়াও রয়েছে ফেস আনলক টেকনোলজি। এর ফলে ফোন ব্যবহার করতে আপনার কোন সমস্যা হবে না। এছাড়াও এই ফোনে এমন একটা ফিচার রয়েছে, যা আপনারা লক্ষ লক্ষ টাকার ফোনেও কিন্তু পান না। এই ফোনে আপনারা পেয়ে যাবেন ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক এবং এফ এম রেডিও সাপোর্ট। অন্যদিকে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য রয়েছে IP52 রেটিং। ফলে সাধারণ কোনো জলের ছিটে লেগে গেলে এই ফোনের কোন অসুবিধা হবে না।