রানাঘাটের রানু ওরফে রানু মন্ডল নামটা এখন সকলের পরিচিত। কিছুদিন আগে পর্যন্ত তিনি একজন ভবঘুরে ছিলেন। রানাঘাট স্টেশনে গান গেয়ে পেট চালাত। এখন রাতারাতি তিনি একজন সেলিব্রেটি হয়ে গেছেন। রানু মণ্ডলের ‘তেরি মেরি কাহানি’ গানটি এখন ভাইরাল নেট দুনিয়ায়। এখন সাফল্যের উড়ান ক্রমশ ঊর্ধ্বমুখী রানাঘাটের রানু মণ্ডলের। সম্প্রতি তার ম্যানেজার অতিন্দ্র চক্রবর্তী জানিয়েছেন, এআর রহমানের অফিস থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। অতিন্দ্র এও জানিয়েছে, রানুর সঙ্গে গান করার জন্য সোনু নিগম নিজে ইচ্ছা প্রকাশ করেছেন।
Related Articles
Allu Arjun: পুলিশের সাথে কফি খেতে খেতেই হাসিমুখে গাড়িতে উঠলেন অল্লু অর্জুন, পুষ্পা ২ ছবির পরে অভিনেতার গ্রেফতারি নিয়ে বিভক্ত নেট পাড়া
December 13, 2024
PAN Card: সহজে বানিয়ে নিন বাচ্চাদের প্যান কার্ড, এখন না করলে সুবর্ণ সুযোগ হাতছাড়া হবে
December 13, 2024