দিল্লীর হিংসার ঘটনায় মৃত্যু হয়েছে ৫৩ জনের এবং আহতের সংখ্যা প্রায় ৩০০ জন। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এই ঘটনায় অন্য রং দেওয়ার চেষ্টা চালানোর অভিযোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার সংসদে দাঁড়িয়ে এমনটাই বলেন তিনি।তার মতে অশান্তি রুখতে সবরকম ব্যবস্থা করা হয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে খুশি হননি বিরোধী কংগ্রেস সাংসদরা। তার বক্তব্যের মাঝেই ওয়াকআউট করেন তাঁরা।
সংসদে বিরোধী সংসদরা সরব হয়ে বলেন যে, প্রশাসন সঠিক সময়ে পদক্ষেপ নিলে এত প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হতো না। তবে বিরোধীদের সমস্ত অভিযোগ উড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন হিংসার ঘটনা সামনে আসতেই তৎপরতার সঙ্গে পুলিশ প্রশাসন পদক্ষেপ নিয়েছে। শুধু তাই নয়, হিংসার ঘটনা পরিকল্পিত বলেও দাবি করেন তিনি।তিনি বলেন উত্তরপ্রদেশ থেকে বহিরাগতরা এসে দিল্লীতে এমন ঘটনা ঘটিয়েছে। এরপর মোট ১১০০ জনকে চিহ্নিত করা হয়েছে।
আরও পড়ুন : দিল্লির হিংসার সময় আপনি কি করছিলেন? অমিত শাহকে তীব্র আক্রমণ অধীরের
এর আগে লোকসভার আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ করে কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী বলেন, “দিল্লীর ঘটনায় মানবাধিকার পরাজিত হয়েছে। কেন্দ্রীয় সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই নিয়ে জবাবদিহি করতে হবে। তিন দিন ধরে হিংসা কীভাবে চলে? দিল্লীর বিভিন্ন এলাকা যখন জ্বলছিল, অমিত শাহ তখন কী করছিলেন?”