টলিউডবিনোদন

হারিয়েছেন মাস আটেকের ছোট্ট মেয়েকে, এভিলিনের স্মৃতি বুকে নিয়ে আরো একবার বাবা মা হচ্ছেন কাবো দম্পতি, কবে আসছে সন্তান?

এভিলিনের স্মৃতি নিয়ে আবারো একবার বাবা মা হচ্ছেন অ্যালবার্ট কাবো ও তার স্ত্রী পূজা

Advertisement
Advertisement

চলতি বছরে আরো একবার বাবা হতে চলেছেন জি বাংলা সারেগামাপা জয়ী অ্যালবার্ট কাবো। কিছুদিন আগেই তার মাত্র ৮ মাসের কন্যা এভিলিনকে হারিয়েছিলেন তিনি। বাবা মায়ের হাজার চেষ্টার পরেও ফেরানো যায়নি একরত্তি মেয়েটিকে। কিন্তু কথায় বলে না সময়ের সঙ্গে সঙ্গে দুঃখ ফিকে হতে থাকে। একরাশ কষ্টের পর অবশেষ আবারো কাবো পরিবারে এসেছে সুখবর। সামাজিক মাধ্যমে সেই সুখবর শেয়ার করে নিয়েছেন তিনি নিজেই। হবু সন্তান এবং স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “উনি সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সবকিছুকে সুন্দর করে তুলেছেন। আমাদের জন্য প্রার্থনা করার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের ছোট্ট সোনা খুব তাড়াতাড়ি আসছে।”

Advertisement
Advertisement

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পূজার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন গায়ক। তার সঙ্গে জুড়ে দিয়েছেন একটি রোমান্টিক গান। এই ছবিতে পূজাকে সাদা প্রিন্টেড কুর্তিতে দেখা যাচ্ছে এবং তার সাথে রয়েছে হলুদ রঙের লেগিনস। আর গায়ক রয়েছেন ক্যাজুয়াল প্যান্ট ও সাদা টি-শার্ট এর সঙ্গে গায়ের উপরে জিন্সের জ্যাকেট চাপিয়ে। এই গানের মাধ্যমে স্ত্রীর প্রতি আরো একবার ভালোবাসা জাহির করেছেন গায়ক। বর্তমানে স্ত্রীর ছায়া সঙ্গী হয়ে রয়েছেন তিনি। অনুরাগীদের সঙ্গে কথা বলতেও দেখা যায় গায়ক এবং তার অন্তঃসত্তা স্ত্রীকে।

Advertisement

জানা যাচ্ছে আগামী দু এক মাসের মধ্যেই কাবো দম্পতির কোলে আসতে চলেছে তাদের নতুন সন্তান। অনুরাগীদের মন্তব্য, আবার একবার মেয়ে এভিলিন-ই ফিরছে অ্যালবার্ট এবং পূজার কোলে। যদিও গায়ক এখনো পর্যন্ত হবু সন্তানের ব্যাপারে সমস্ত কথা বলতে নারাজ। এর আগের খারাপ অভিজ্ঞতার কারণে, এখনই গায়ক এবং তার স্ত্রী পূজা এ বিষয়ে কোন কথা বলতে চাইছেন না।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button