বিনোদন

Ashna Habib Bhabna: বেনারসী দিয়ে বানানো গাউনেই মন জয়, কানের রেড কার্পেটে মুগ্ধতা ছড়ালেন ভাবনা

Advertisement
Advertisement

চলতি বছরের কান চলচ্চিত্র উৎসব (Cannes Film Festival) শুরু হয়ে গিয়েছে কিছুদিন হল। আন্তর্জাতিক মঞ্চে সবথেকে সম্মানীয় এই চলচ্চিত্র উৎসবে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্তের, বিভিন্ন সিনেমা জগতের মানুষের ঢল নামে। সিনেমার সঙ্গে সঙ্গে অলোচনায় উঠে আসে তাঁদের পোশাক আশাক। তাই ফ্যাশন জগতের মানুষদেরও কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটের দিকে বিশেষ নজর থাকে। ৭৭ তম কান চলচ্চিত্র উৎসবে অন্যান্য বারের মতোই এবারেও আসর ঝলমল করেছেন ঐশ্বর্য রাই বচ্চন, কিয়ারা আডবানীর মতো তারকারা। এঁদের মাঝেই সারা বিশ্বের নজর কেড়ে নিয়েছেন আরেক সুন্দরী, আশনা হাবিব ভাবনা (Ashna Habib Bhabna)।

Advertisement
Advertisement

বাংলাদেশের এই জনপ্রিয় চলচ্চিত্র তারকা প্রথম বারের মতো গিয়েছে কান চলচ্চিত্র উৎসবে। তবে কোনো ছবির ব্যানার বা কোনো ব্র্যান্ডের মুখ হয়ে নয়, নিজ উদ্যোগেই স্বনামধন্য এই উৎসবে পৌঁছেছেন তিনি। আর সেখানে যাওয়া ইস্তক চোখ ধাঁধানো ফ্যাশন সেন্সের ঝলক দেখিয়ে নজর কেড়ে নিচ্ছেন ভাবনা। তবে তাঁর সাম্প্রতিক একটি পোশাক বিশেষ ভাবে চর্চিত হয়েছে বাংলাদেশ সহ ভারতেও।

Advertisement

Advertisement
Advertisement

যেখানে বিভিন্ন দেশি বিদেশি ডিজাইনারের চোখ ধাঁধানো গাউনে ধরা দিচ্ছেন অধিকাংশ তারকারা, সেখানে ভাবনা হাঁটলেন অন্য পথে। কাতান বেনারসীর তৈরি রাজকীয় গাউনে রেড কার্পেটে হাঁটলেন তিনি। মেরুনের উপরে সর্বাঙ্গে সোনালী জরির কারুকাজ করা, ট্র্যাডিশনাল এবং আধুনিকতার মিশেলে পোশাকটিতে যেন সব নজর কেড়ে নিয়েছিলেন ভাবনা। পোশাকটির সঙ্গে মানানসই সোনার গয়নায় নিজেকে সাজিয়ে তুলেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় এই লুকের বেশ কিছু ছবি শেয়ার করেছেন ভাবনা। নেটিজেনরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। শুধু এই পোশাকটিই নয়, নিজের মায়ের বিয়ের লাল শাড়িতেও রেড কার্পেটে হাঁটতে দেখা গিয়েছে ভাবনাকে। কান চলচ্চিত্র উৎসবের একগুচ্ছ ছবি তিনি নেট মাধ্যমে শেয়ার করেছেন নিজের অনুরাগীদের জন্য।

Related Articles

Back to top button