নিউজরাজ্য

ভোটের আগে রাজ্যে প্রচুর সরকারি চাকরির সুযোগ

Advertisement

ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস কমিশন সম্প্রতি একাধিক শূন্যপদের বিজ্ঞপ্তি জারি করল। আবেদন করা যাবে ৪.৩.২০২০ থেকে ৩.৪.২০২০ পর্যন্ত। আবেদন করা যাবে অনলাইনে। যেসব বিভাগে আবেদন করা যাবে সেগুলি হল –

ক্লার্ক – শূন্যপদ – ১৩, যোগ্যতা- ন্যূনতম স্নাতক এবং কম্পিউটার সম্পর্কিত জ্ঞান আবেদনকারীর বয়স সীমা – ১৮ থেকে ৪০ বছর।

ব্যাংক অ্যাসিস্ট্যান্ট, শূন্য পদ – ৩৪টি৷ যোগ্যতা -ন্যূনতম স্নাতক এবং কম্পিউটার সম্পর্কিত জ্ঞান। আবেদনকারীর বয়স সীমা – ১৮ থেকে ৪০ বছর।

জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার কাম সুপারভাইজার, প্রভৃতি পদের জন্য শূন্য পদ- ২ টি। যোগ্যতা – ন্যূনতম স্নাতক এবং কম্পিউটার সম্পর্কিত জ্ঞান। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট,ফিল্ড সুপারভাইজার পদের জন্য শূন্যপদ ১টা করে রয়েছে। যোগ্যতা – গ্র‍্যাজুয়েট এবং কম্পিউটার জ্ঞান।

আবেদন মূল্য – ২০০ টাকা জেনারেল প্রার্থীদের জন্য। এস সি,এস টি দের জন্য শুধু প্রসেসিং ফি লাগবে -৪০ টাকা।
বিশদে জানতে ওয়েবসাইটটি হল- www.webcsc.org

Related Articles

Back to top button