দিল্লির হিংসার সময় আপনি কি করছিলেন? অমিত শাহকে তীব্র আক্রমণ অধীরের
হোলির পর আজ থেকে আবার শুরু হল অধিবেশন। হোলির ছুটির আগে কংগ্রেস দিল্লির হিংসার জন্য বিজেপিকে দায়ী করেছিল এবং অমিত শাহ-র পদত্যাগের ও দাবি জানিয়েছিল। সুতরাং হোলির পর প্রথম অধিবেশনে দিল্লির হিংসা নিয়ে যে কথা হবে তা সবারই জানা ছিল। বর্তমানে কংগ্রেসের অবস্থা একটু নড়বড়ে হলেও বুধবার লোকসভার অধিবেশনে কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী দিল্লির হিংসা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করেন। তাকে সমর্থন করেন তৃণমূলের সৌগত রায়। বিজেপির মিনাক্ষী লেখি অবশ্য বিরোধীদের জবাব দিতে পিছপা হননি।
অধীর চৌধুরী অমিত শাহকে উদ্দেশ্য করে বলেন যে ভারত সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব দিতে হবে যে তিন দিন ধরে দিল্লির হিংসা কিভাবে চলল? দিল্লি যখন অগ্নিগর্ভ তখন অমিত শাহ কি করছিলেন? তাকে সমর্থন করেন তৃণমূলের সাংসদ সৌগত রায়, ও ডেরেক ও’ ব্রায়েন। তবে কংগ্রেসের দলনেতার বক্তব্যের জবাব দিয়ে বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি বলেন যে কিছু মানুষের আগুন জ্বালানোর স্বভাব আছে। তার কাছে দেশের হিংসার জন্য করা দায়ী ছিল সব তথ্য রয়েছে বলে তিনি জানান।
আরও পড়ুন : বিজেপি পরিবারে আমাকে জায়গা দেওয়ার জন্য মোদী ও শাহকে ধন্যবাদ : সিন্ধিয়া
তিনি আরো বলেছেন, “৩৬ ঘন্টার মধ্যে বিজেপি দিল্লির হিংসা নিয়ন্ত্রণ করেছিল।” বুধবার বিকেলে দিল্লি হিংসা নিয়ে সংসদে বক্তব্য রাখার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র।