Today Trending Newsদেশনিউজ

আট বছরের অবসান, কালই ভোর সাড়ে পাঁচটায় তিহার জেলে ফাঁসি, নির্দেশ আদালতের

Advertisement
Advertisement

অবশেষে আট বছরের প্রতীক্ষার অবসান। কাল ভোর সাড়ে পাঁচটায় তিহার জেলে ফাঁসি হবে চার দোষীর। মুকেশ সিং, অক্ষয় ঠাকুর, পবন গুপ্ত, বিনয় শর্মা – এই চার অভিযুক্তকে পরপর তিহার জেলের ৩ নাম্বারে ফাঁসি দেওয়া হবে।

Advertisement
Advertisement

জেলের কর্মকর্তা জানিয়েছেন যে বুধবার ‘ফাঁসি কথা’ নামক একটি ডামি করা হয়েছিল। বিহারের বুক্সার থেকে ১০ টি দড়ি নিয়ে আসা হয়েছে, যা দিয়ে তাদের ফাঁসি দেওয়া হবে। এই পুরো বিষয়টা বৃহস্পতিবার সন্ধ্যেবেলা শেষবারের মতো দেখে নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

Advertisement

পবন জল্লাদকে উত্তরপ্রদেশের সংশোধনাগার বিভাগ থেকে নিয়ে আসা হয়েছে। তিহার জেলে ফাঁসি দেবার জন্য। প্রত্যেক ফাঁসির জন্য পবনকে ১৫০০০ টাকা করে দেওয়া হবে। তিহার জেলে এই প্রথমবার চারজনের একসঙ্গে ফাঁসি হবে। শুক্রবার সকালবেলা পবনের সাথে জেলের কিছু আধিকারিক ও চিকিৎসক সঙ্গে থাকবেন।

Advertisement
Advertisement

জেলের এক অধিকর্তা জানিয়েছেন যে আজ সন্ধ্যেবেলা দোষীদের সাথে তিনি কথা বলবেন এবং যদি কোনো শেষ ইচ্ছা থাকে সেটা চিঠিতে লিখতে বলা হবে বা সেটা পূরণ করা হবে। তিনি আরো বলেছেন যে সকাল সাড়ে ৬ টার আগে এইসমস্ত কাজ শেষ করা হবে। চার অভিযুক্তকে তাদের প্রতিটা পদক্ষেপের নজরদারি করা হবে। জেলের আরেক আধিকারিক বলেছেন যে বুধবার পর্যন্ত তাদের মধ্যে কোনোরকম অস্থিরতা দেখা যায়নি, কিন্তু বৃহস্পতিবার থেকে তাদের মধ্যে চিন্তার লক্ষণ দেখা গেছে।

বৃহস্পতিবার শেষ শুনানি ছিল। এক অভিযুক্ত পুনরায় রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেছিল, যা তিনি খারিজ করে দেন। তিনবার নানা রকম ফন্দি এঁটে অভিযুক্তরা ফাঁসি পিছিয়েছিলো, আজ তার সমাপ্তি ঘটল।

 

বিস্তারিত আসছে, সঙ্গে থাকুন

 

Advertisement

Related Articles

Back to top button