বিনোদনভাইরাল & ভিডিও

Muskan Baby: ‘বেবি ডল’ গানে চরম সাহসিকতা দেখালেন মুসকান বেবি, নাচ দেখে দর্শকরা করলেন এই কাজ

স্বপ্না চৌধুরীর হাত ধরে হরিয়ানভি ডান্সের সূত্রপাত ঘটলেও বর্তমানে একাধিক নৃত্যশিল্পীরা প্রতিমুহূর্তে সাহসিকতা দেখাচ্ছেন খোলা স্টেজে।

Advertisement
Advertisement

বিনোদন জগতের নতুন সংযোজন তথা খোলা স্টেজে ভারতীয় যুবতীদের চরম সাহসী ডান্সের ভিডিও বর্তমানে বিনোদনের সেরা মাধ্যম হয়ে উঠেছে যুবক থেকে শুরু করে বৃদ্ধদের কাছেও। যেখানে কয়েক বছর আগে সোশ্যাল মিডিয়ায় বিনোদন মানেই ছিল বলিউড কিংবা হলিউডের হাতে গোনা কয়েকটি সিনেমা, সেখানে আজ হরিয়ানার নৃত্য শিল্পীদের বদৌলতে খোলা স্টেজে প্রতি মুহূর্তে উষ্ণ বিনোদনের মুহূর্ত উপভোগ করছেন সোশ্যাল মিডিয়া প্রেমীরা। আজ ভারতীয় যুবতীদের ডান্সের ভিডিওগুলি ট্রেন্ড ভিডিওতে পরিণত হচ্ছে ইউটিউবে।

Advertisement
Advertisement

শুরুর দিকে স্বপ্না চৌধুরীর হাত ধরে হরিয়ানভি ডান্সের সূত্রপাত ঘটলেও বর্তমানে একাধিক নৃত্যশিল্পীরা প্রতিমুহূর্তে সাহসিকতা দেখাচ্ছেন খোলা স্টেজে। আজ হরিয়ানভি ডান্স শুধুমাত্র হরিয়ানা কিংবা রাজস্থানের মধ্যে সীমাবদ্ধ নয়, উত্তর প্রদেশ, বিহার, উড়িষ্যা সহ গোটা ভারতবর্ষে রাজত্ব করছেন এই সমস্ত নৃত্যশিল্পীরা। তবে বিগত কয়েক বছরে স্বপ্না চৌধুরীকে যিনি সবচেয়ে বেশি টেক্কা দিয়েছেন তিনি হলেন সেক্সি ডান্সার মুসকান বেবি। যার নাচের ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ার নজরে আসা মাত্রই ভাইরাল হয়ে পড়ে।

Advertisement

বর্তমানে এই সাহসী নৃত্য শিল্পীর এটি কয়েক মিনিটের ডান্সের ভিডিও আলোড়ন সৃষ্টি করেছে। যেখানে তাকে বিয়ে বাড়িতে নাচ পরিবেশন করতে দেখা গেছে। ভাইরাল এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, “বেবি ডল” গানে লাল রংয়ের টাইট স্যুটে চরম সাহসী পারফরম্যান্স করছেন নৃত্যশিল্পী। এই সময় টাইট স্যুটে তার দেহের প্রত্যেকটি খাঁজ স্পষ্টভাবে উঁকি দিতে দেখা গেছে। ভিডিওটি ইতিমধ্যে লক্ষাধিক বার উপভোগ করেছেন নেটিজেনরা। যদি এই মুহূর্তে আপনি উষ্ণতা অনুভব করতে চান, তবে নিচে দেওয়া লিংকে গিয়ে দেখে ফেলুন মুসকান বেবির চরম সাহসিকতা-

Advertisement
Advertisement

Advertisement

Related Articles

Back to top button