বিনোদনভাইরাল & ভিডিও

Rachna Tiwari: ‘তু চিজ বাড়ি হ্যায় মস্ত মস্ত’ গানে সমস্ত সীমা ছাড়ালেন রচনা তিওয়ারি, নেশাগ্রস্ত হয়ে পড়লেন বৃদ্ধরাও

হরিয়ানাভি ডান্সের ক্ষেত্রে নবাগত নৃত্যশিল্পীদের মধ্যে যিনি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছেন তিনি আর কেউ নন, বরং রচনা তিওয়ারি।

Advertisement
Advertisement

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় যে জিনিসটি সর্বাধিক ভাইরাল হচ্ছে সেটি হল ভারতীয় যুবতীদের উত্তপ্ত ডান্সের ভিডিও। আর খোলা মঞ্চে চরম সাহসিকতা দেখিয়ে বিগত কয়েক বছরে সাড়া ফেলে দিয়েছেন হরিয়ানভি নৃত্যশিল্পীরা। যাদের চরম সাহসিকতার কাছে পরাজয় স্বীকার করেছে বলিউডের তারকা অভিনেত্রীরাও। আপনারা জানলে অবাক হবেন, আজকের দিনে যুবকদের কাছে বলিউডের দ্বিতীয় বিকল্প বিনোদন হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছে হরিয়ানভি ডান্স। মাত্র কয়েক মিনিটের পারফরমেন্সে ভরপুর বিনোদন, মানুষকে আজ বলিউডের উপর নির্ভরশীলতা কাটিয়ে উঠতে সাহায্য করেছে।

Advertisement
Advertisement

হরিয়ানাভি ডান্সের ক্ষেত্রে নবাগত নৃত্যশিল্পীদের মধ্যে যিনি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছেন তিনি আর কেউ নন, বরং রচনা তিওয়ারি। খোলা স্টেজে যার চরম সাহসী পারফরম্যান্স উপভোগ করতে দূর দুরন্ত থেকে মানুষ ছুটে আসেন। আমরা আপনাদের বলি, যদি স্বপ্না চৌধুরীর পর খোলা স্টেজে কেউ আলোড়ন সৃষ্টি করে থাকে, তিনি হলেন রচনা তিওয়ারি। আপনারা জানলে অবাক হবেন, হরিয়ানার এই সাহসী নৃত্য শিল্পীর পারফরম্যান্স সোশ্যাল মিডিয়ার নজরে আসার পর পরই লক্ষাধিক ভিউ অর্জন করে নেয়।

Advertisement

বিগত বেশ কয়েক বছর ধরে নিজের গান এবং নাচের মাধ্যমে হরিয়ানার ডান্সিং কুইন স্বপ্না চৌধুরী সাথে পাল্লা দেওয়া এবং কোটি মানুষের মনে জায়গা করে নেওয়া রচনা তিওয়ারির নতুন একটি নাচের ভিডিও রীতিমতো ভাইরাল হচ্ছে ইউটিউবে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বলিউডের অত্যন্ত জনপ্রিয় গান তথা ‘তু চিজ বাদি হ্যায় মস্ত মস্ত’-তে সাহসের সর্বোচ্চ সীমা অতিক্রম করে ভক্তদের আশা পূর্ণ করছেন রচনা তিওয়ারি। এই সময় লাল রঙের টাইট স্যুটে নিজের শরীরের সমস্ত অঙ্গ ঝাঁকিয়ে নাচতে দেখা গেছে এই সাহসী নৃত্য শিল্পীকে। যা বর্তমানে ঘাম ঝরাচ্ছে বৃদ্ধদেরও। দেখুন রচনা তিওয়ারির সর্বশেষ সাহসী ভিডিওটি-

Advertisement
Advertisement

Advertisement

Related Articles

Back to top button