নিউজToday Trending News

Train Ticket: যে কোন জায়গা থেকেই কাটতে পারবেন লোকাল ট্রেনের টিকিট, বড় উদ্যোগ পূর্বরেলের

Advertisement
Advertisement

দূরপাল্লার ট্রেন সফর থেকে লোকাল ট্রেনে সফর, দুই ক্ষেত্রেই টিকিট (Train Ticket) নিয়ে একটা চিন্তা থেকেই যায় যাত্রীদের। দূরপাল্লার ট্রেন সফরের ক্ষেত্রে যাও বা টিকিট সংরক্ষণের নিশ্চয়তা রয়েছে, কিন্তু ট্রেনের সাধারণ শ্রেণিতে সফরের ক্ষেত্রে টিকিট কাটা নিয়ে একটা চিন্তা থেকেই যায়। বাড়ি থেকে স্টেশনের দূরত্ব বেশি হলে অনেক সময় ট্রেন ধরার তাড়ায় টিকিট কাটা হয়ে ওঠে না। তারপর টিকিট পরীক্ষকের কাছে ধরা পড়লে দিতে হয় জরিমানা। আবার টিকিট কাটতে গিয়েও অনেক সময় মিস হয়ে যায় ট্রেন।

Advertisement
Advertisement

যাত্রীদের এই সমস্যা দূর করতে এবার বড় উদ্যোগ নিল পূর্ব রেল। এবার বাড়ি থেকেই কেটে ফেলা যাবে লোকাল ট্রেনের টিকিট। স্টেশন বাড়ি থেকে যত দূরেই হোক না কেন, টিকিট কাটা নিয়ে আর চিন্তা করতে হবে না। UTS অন মোবাইল অ্যাপের মাধ্যমেই এই সুবিধা এবার পেয়ে যাবেন যাত্রীরা। যাত্রীদের সুবিধার্থে এবং বিনা টিকিটে ট্রেন সফর বন্ধ করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে পূর্ব রেলের তরফে।

Advertisement

উল্লেখ্য, আগে এই UTS অন মোবাইল অ্যাপে ২০ কিলোমিটারের সীমাবদ্ধতা ছিল। কোনো যাত্রী স্টেশন থেকে ২০ কিমি দূরে থাকলেলে তবেই এই অ্যাপ থেকে টিকিট কাটা যেত। কিন্তু বর্তমানে এই সীমাবদ্ধতা সরিয়ে দেওয়া হয়েছে। এর ফলে যেকোনো জায়গা থেকেই যাত্রীরা UTS অন মোবাইল অ্যাপ থেকে এবার টিকিট কাটতে পারবেন। শুধুমাত্র কোনো যাত্রী যদি প্ল্যাটফর্মে থাকেন বা ট্রেনে সফর করেন তাহলে তিনি এই অ্যাপের মাধ্যমে অনলাইনে টিকিট কাটতে পারবেন না।

Advertisement
Advertisement

অনলাইন মাধ্যম, পেপারলেস টিকেটিং সিস্টেমকে এগিয়ে নিয়ে যেতে এবং বিনা টিকিটে ট্রেন সফর বন্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে পূর্ব রেলের তরফে। আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না তাদের, বাড়িতে বসেও কাটা যাবে টিকিট। ডিজিটালাইজেশনকে গুরুত্ব দিতেই এই পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল।

Advertisement

Related Articles

Back to top button