দেশনিউজ

Indian Railway: ট্রেনে লোয়ার বার্থ বুকিং এর ক্ষেত্রে বড় পরিবর্তন করছে রেল, এবারে এরাই পাবেন নিচের সিট

আপনি যদি, আগে থেকে নিজের সিট বুকিং করতে পারেন তাহলেই কিন্তু নিচের সিট পাবেন

Advertisement
Advertisement

এবারে ট্রেনে লোয়ার বার্থ নিয়ে একটা বড় সিদ্ধান্তের ঘোষণা করল ভারতীয় রেলওয়ে। আগে যারা ট্রেনে সফর করতেন সেরকম প্রতিবন্ধী যাত্রীরা নিজের বার্থের সিটের ক্ষেত্রে অগ্রাধিকার পেতেন। রেলের নতুন নিয়মের অধীনে এবারে তারা আরো অগ্রাধিকার পেতে চলেছেন লোয়ার বার্থ বুকিং এর ক্ষেত্রে । ভারতীয় রেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, নতুন নিয়ম অনুসারে প্রতিবন্ধী যাত্রী এবং তাদের সঙ্গে সফর করছেন যারা সেই সমস্ত লোকেরা নিচের বার্থের ক্ষেত্রে বেশি অগ্রাধিকার পেয়ে যাবেন। এর ফলে তাদের কোন সমস্যা হবে না। অগ্রাধিকার পাওয়ার মূল কারণ হলো, প্রতিবন্ধী যাত্রীরা যদি কোন উপরের সিট পান, তাহলে শারীরিক সমস্যার জন্য সেখানে উঠে অনেক সময় সমস্যা হয়। সেই জন্য এই যাত্রীদের জন্য এই নতুন নিয়ম নিয়ে এসেছে ভারতীয় রেলওয়ে। ভারতীয় রেলের তরফ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে, স্লিপার শ্রেণীর বগিতে দুটো থেকে চারটে নিচের এবং মাঝ বরাবর সিট সংরক্ষিত থাকবে তাদের জন্য। অন্যদিকে এসি থ্রি টায়ারের ২টি সিট সংরক্ষিত থাকবে।

Advertisement
Advertisement

বয়স্ক মানুষ যদি একা এবং ছোট শিশু নিয়ে সফর করেন, অথবা মহিলাদের জন্য এই বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এমনিতেই নিচের দিকে সিট পাওয়া খুব একটা সহজ ব্যাপার নয়। সবাই কিন্তু এই ধরনের সিট বেশি চান। বিশেষ করে সাইড লোয়ারের সিটের ক্ষেত্রে অনেক বেশি সমস্যার মধ্যে পড়তে হয় বুকিং করা যাত্রীদের। তাই এই অবস্থায় সাধারণ যাত্রীদের অনেক আগে থেকেই টিকিট কেটে রাখার কথা জানিয়েছে ভারতীয় রেলওয়ে। এই সময় অনেক বেশি সংখ্যক সিট খালি থাকে, এবং তখন টিকিট কাটলে আপনি নিচের বার্থে সিট পেয়ে যাবেন।

Advertisement

ভারতীয় রেলের নতুন নিয়ম অনুযায়ী, বিশেষ মানুষজন ছাড়া ট্রেনের লোয়ার বার্থের সিট কিন্তু আর কেউ পাবেন না। প্রবীণ মানুষ, একা সফর করা মহিলা অথবা ছোট বাচ্চার সঙ্গে সফর করা মহিলারাই এই সিট পাবেন। তারপরে কিন্তু বাকিরা অগ্রাধিকার পাবেন। এই নতুন নিয়মের ফলে ব্যাপক সুবিধা হতে চলেছে প্রবীণ নাগরিক এবং একা সফর করা মহিলাদের।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button