কেন্দ্রীয় কর্মীদের খুশির সীমা নেই, ৩১ জানুয়ারি বাড়বে ৫০ শতাংশ বেতন, জানুন পুরো খবর
এই মুহূর্তে সরকারের তরফে বেতন নিয়ে অনেক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে
আপনি যদি কেন্দ্রীয় কর্মী হন তাহলে আপনার জন্য আছে একটা বিরাট সুখবর। কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়মিত মহার্ঘ্য ভাতা নির্ধারণ করা হয় অ্যাগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI)-এর ভিত্তিতে। নভেম্বর মাসের AICPI-এর তথ্য অনুযায়ী, AICPI-এর মান ১৩৯.১ পয়েন্টে উন্নীত হয়েছে। এটি জুলাই মাসের AICPI-এর মানের তুলনায় ০.৭ পয়েন্ট বেশি।
AICPI-এর মান ১৩৯ পয়েন্ট বা তার বেশি হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা ৪% বাড়ানো হয়। তাই, নভেম্বর মাসের AICPI-এর তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা ৪% বাড়ানো হবে। এখন এক সরকারি কর্মী প্রতি মাসে ৪৬ শতাংশ মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। এবারে যা AICPI ইনডেক্স আসছে তাতে মোটামুটি ৩.৫০ শতাংশ বাড়বে ডিএ। কিন্তু, পয়েন্ট নম্বরে ডিএ দেওয়া হয়না। অর্থাৎ পরের পূর্ণ সংখ্যায় পরিবর্তন হয়ে যাবে এই নম্বর। অর্থাৎ ৫০ শতাংশ হয়ে যাবে মহার্ঘ্য ভাতা।
এর মানে হল, জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৫০% নিয়মিত মহার্ঘ্য ভাতা পাওয়া যাবে। এর ফলে তাদের বেতন বেড়ে যাবে ১৮ হাজার টাকা। কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়মিত মহার্ঘ্য ভাতা বাড়ার ফলে সরকারের ব্যয় বৃদ্ধি পাবে। এর ফলে সরকারের রাজস্ব বৃদ্ধির প্রয়োজন হবে।
৫০% এর পরে DA হবে ০%
৭ম বেতন কমিশনের অধীনে, ২০২৪ সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় কর্মীরা ৫০ শতাংশ ডিএ পাবেন। কিন্তু এর পর ডিএ শূন্য হয়ে যাবে। এর পর শূন্য থেকে শুরু হবে ডিএ-র হিসাব। কর্মচারীদের মূল বেতনে ৫০ শতাংশ ডিএ যোগ করা হবে। এমন পরিস্থিতিতে, ধরুন পে ব্যান্ড অনুযায়ী একজন কর্মচারীর ন্যূনতম বেসিক বেতন ১৮ হাজার টাকা হলে, তার বেতনের সাথে ১৮ হাজার টাকার ৫০ শতাংশ অর্থাৎ ৯ হাজার টাকা যোগ হবে। অর্থাৎ, তার বেতন হবে ২৭০০০ টাকা।