দেশনিউজ

বিনামূল্যে রেশনের নিয়ম পরিবর্তন, গম এবং চালের জন্য এখন থেকে এটা বাধ্যতামূলক

ভারতের সাধারণ মানুষের জন্য এবারে চালু হলো একটা নতুন নিয়ম

Advertisement
Advertisement

কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলো নানা সময়ে ভারতের সাধারণ মানুষের জন্য নানা রকমের নিয়ম নিয়ে আসে। এই ধরনের কিছু সুবিধার মধ্যে অন্যতম হলো রেশন ব্যবস্থা। উত্তরপ্রদেশ সরকার এই সুবিধা প্রদানের দিক থেকে সবথেকে এগিয়ে। আর এবারে উত্তরপ্রদেশ সরকার তাদের সামগ্রিক বিকাশের লক্ষ্যে আরো ভালো কিছু প্রকল্প নিয়ে আসছে। এবারে উত্তরপ্রদেশের গণ্ডায় ফ্রি রেশন কার্ডধারীদের জন্য একটা নতুন নিয়ম চালু করা হয়েছে। এই নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে প্রতি মাসে ফ্রি রেশন নিতে হলে প্রত্যেক সদস্যকে অবশ্যই নিজ হাতে আঙুলের ছাপ দিতে হবে।

Advertisement
Advertisement

গণ্ডা জেলায় পাঁচ লক্ষ চল্লিশ হাজার পরিবারের কাছে সাধারণ রেশন কার্ড এবং ষাট হাজার পরিবারের কাছে অন্ত্যোদয় রেশন কার্ড রয়েছে। এই কার্ডধারীদের মধ্যে প্রায় এক লক্ষ জন আপাতত অযোগ্য বলে বিবেচিত হচ্ছেন। এই অযোগ্যদের চিহ্নিত করার জন্য সরকারের পক্ষ থেকে সত্যায়ন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তা সম্ভব হয়নি।

Advertisement

নতুন নিয়ম অনুযায়ী, প্রতি মাসে ফ্রি রেশন নিতে হলে প্রত্যেক সদস্যকে অবশ্যই আঙুলের ছাপ দিতে হবে। এর ফলে অযোগ্যদের চিহ্নিত করা সহজ হবে এবং ফ্রি রেশনের সুবিধা শুধুমাত্র যোগ্যদেরই দেওয়া যাবে। এ ব্যাপারে জেলার খাদ্য বিভাগের একজন কর্মকর্তা জানান, “নতুন নিয়ম অনুযায়ী, প্রতি মাসে রেশন নিতে হলে প্রত্যেক সদস্যকে অবশ্যই আঙুলের ছাপ দিতে হবে। এর ফলে অযোগ্যদের চিহ্নিত করা সহজ হবে এবং ফ্রি রেশনের সুবিধা শুধুমাত্র যোগ্যদেরই দেওয়া যাবে।” তিনি আরও বলেন, “যারা ইতিমধ্যেই ফ্রি রেশন নিচ্ছেন, তাদের আগামী মাস থেকে রেশন নিতে হলে অবশ্যই আঙুলের ছাপ দিতে হবে। অন্যথায় তাদের রেশন দেওয়া হবে না।”

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button