পাকিস্থান আর ভারতের সম্পর্ক কোনোদিনই যে ভালো নেই সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা সকলেরই জানা ভারতে একাধিক বার বিভিন্ন স্থানে জঙ্গি আক্রমন হয়েছে। আর এই জঙ্গি আক্রমন গুলি যে পাকিস্তান জঙ্গি সংগঠনের মদতে, সেটা পরিষ্কার হয়ে গেছে বহুদিন আগেই। তার জন্যই ভারতীয় সেনারা সব সময় সতর্ক থাকে যাতে কোনপ্রকারে ভারতে জঙ্গি প্রবেশ করতে না পারে। বর্তমানে পাকিস্থানের কিছু জঙ্গি সংগঠনগুলি বেশ নাড়াচাড়া দিচ্ছে। ইলিয়াস আনোয়ার নামে এক ব্যাক্তি কপালে তিলক কেটে শহরে ঘুরছিল। গোয়েন্দা সূত্রে খবর, তামিলনাড়ুতে ৬ জন জঙ্গি হিন্দু পরিচয় দিয়ে ঢুকে পড়েছে। তামিলনাড়ু পুলিশ জঙ্গি সংগঠন লস্কর- ই- তৈবার সাথে যোগ রয়েছে সন্দেহ করে দুজনকে গ্রেফতার করেছে। জঙ্গিদের ঠেকাতে রাজ্যের বিভিন্ন স্থানে যেমন রেল স্টেশন, বিমানবন্দর, বড় বড় লজ, পর্যটন শিল্প, বাসস্ট্যান্ড, মন্দির নাকা চেকিং চলছে।
Related Articles
Bank Holiday: আগামীকাল বন্ধ থাকবে ব্যাংক পরিষেবা, জেনে নিন কেন ছুটি ঘোষণা করেছে RBI
December 11, 2024
Free Aadhaar Update: হাতে মাত্র ৪ দিন বাকি! তারপর আধার সম্পর্কিত কাজ করতে খরচ করতে হবে, জানুন বিস্তারিত
December 11, 2024