সামনে এসেছে এক লজ্জাজনক ভিডিও। এই লজ্জাজনক ভিডিওটিতে দেখা যাচ্ছে যে এক স্কুলের প্রধান শিক্ষক মহিলা সহকর্মীদের সঙ্গে আপত্তিজনক ব্যবহার করছে। জানা গিয়েছে, প্রকাশ্যে আসা এই ভিডিওটি পঞ্জাবের হোশিয়ারপুর জেলার তলবাড়া এলাকার এক সরকারি স্কুলের। এই স্কুলে ৬০০ জন পড়ুয়া লেখাপড়া করে৷ এই রকম অশ্লীলজনক ঘটনাটি ঘটেছে দাতারপুরের সরকারি সিনিয়র সেকেন্ডারি স্কুলের ঘটনা৷ তবে অভিযুক্ত শিক্ষক এই অভিযোগ অস্বীকার করেছেন।অভিযুক্ত প্রধান শিক্ষক দাবি করেছেন ভিডিওটি নকল ৷ তাঁর দাবী তাঁর ভাবমূর্তি খারাপ করার জন্যই এমন কাজ করা হয়েছে৷ অভিযুক্ত প্রধান শিক্ষক গত ৪ বছর ধরে এই স্কুলেই আছেন৷ মহিলার সঙ্গে অশ্লীল আচরণের প্রেক্ষাপটে স্কুলের বাকি কর্মীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে সমস্ত প্রমাণ সংগ্রহ করে তার একটি তালিকা নির্মাণ করছেন৷ জেলার শিক্ষা সংসদে একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং দোষীকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে জানিয়েছেন।
Related Articles
Post Office Scheme: বাড়ি বসে বিনিয়োগের টাকা ৩ গুন হবে, ব্যাপক লাভজনক স্কিম আনলো পোস্ট অফিস, জানুন বিস্তারিত
December 13, 2024
Bima Sakhi Yojana: এই প্রকল্পে প্রতিমাসে ৬ হাজার টাকা উপার্জন, বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের
December 13, 2024