দেশনিউজ

Pension Portal: পেনশনভোগীদের বিশেষ উপহার কেন্দ্রীয় সরকারের, দীপাবলীর আগেই হল এই বড় ঘোষণা

পেনশনভোগীদের জন্য তৈরি নতুন পোর্টালটির নাম www.ipension.nic.in

Advertisement
Advertisement

কেন্দ্রীয় সরকার এবং মাঝে মাঝেই বিভিন্ন রাজ্য সরকার জনসাধারণের জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে আসে। বিভিন্ন রাজ্যে চলছে কন্যাশ্রী প্রকল্প, লক্ষীশ্রী প্রকল্প, লক্ষ্মী লাডলি প্রকল্প ইত্যাদি। সম্প্রতি এবার কেন্দ্রীয় সরকার পেনশনভোগীদের জন্য বড় সুখবর আনতে চলেছে। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার পেনশনভোগীদের সুবিধার জন্য একটি বিশেষ পোর্টাল চালু করার পরিকল্পনা নিয়েছে। এই বিশেষ পোর্টালের মাধ্যমে পেনশনভোগীরা তাদের সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন।

Advertisement
Advertisement

গত মঙ্গলবার কেন্দ্রীয় সরকার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সহযোগিতায় এই বিশেষ পোর্টাল শুরু করেছে। এই লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি মঙ্গলবার অনুষ্ঠানে উপস্থিত থেকে পেনশনভোগীদের জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য নিশ্চিন্ত করার লক্ষ্যে একটি ইউনিফাইড পোর্টাল চালু করেন। এবার থেকে সেই পোর্টালেই হবে সমস্ত সমস্যার সমাধান। এই নতুন পোর্টালটির নাম www.ipension.nic.in।

Advertisement

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সহযোগিতায় তৈরি হওয়া এই ইউনিফাইড পোর্টাল পেনশনভোগীদের অনেক সমস্যার সমাধান করতে পারবে। আসলে এই পোর্টালে একটি লিঙ্ক থাকবে যেখানে অবসরকালীন বকেয়া ছাড়াও কেন্দ্রীয় পেনশন অভিযোগ নিষ্পত্তি এবং পর্যবেক্ষণ ব্যবস্থা সম্পর্কে সমস্ত তথ্য পাওয়া যাবে। এছাড়াও এই লিংকের মাধ্যমে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা তাদের অভিজ্ঞতার রেকর্ড এবং পেনশনভোগী ও তাদের পরিবারের গৃহীত সমস্ত কল্যাণমূলক প্রকল্পের তথ্য দেওয়া থাকবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button