Bhojpuri Video: রাতের অন্ধকারে অক্ষরার সাথে হানিমুন উদযাপন করলেন পবন সিং, দুজনেই রোমান্টিক হয়ে উঠলেন

ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতের ঘুম কেড়ে নেয় নেটিজেনদের। তাঁদের কিলার এক্সপ্রেশনের ফ্যান লক্ষ লক্ষ মানুষ। এই তালিকার মধ্যেই রয়েছেন ভোজপুরি হট অভিনেত্রী অক্ষরা সিং। এছাড়া এই ভোজপুরি ইন্ডাস্ট্রির উন্নতিতে অক্লান্ত পরিশ্রম করছেন সুপারস্টার ভোজপুরি অভিনেতা পবন সিং। একের পর এক হিট সিনেমা করে ভারতীয় দর্শকদের সামনে ভোজপুরি ইন্ডাস্ট্রির সুনাম ছড়িয়ে দিচ্ছেন তিনি। এই অভিনেতার ফ্যান ফলোইং একদম কম নয়। তাইতো পবন সিং এর মিউজিক ভিডিও হোক কি সিনেমা সবকিছুই চোখের পলকে ভাইরাল তালিকায় নাম লেখায়। সম্প্রতি ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিং সাথে পবন সিং এর একটি মিউজিক ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে ইন্টারনেট দুনিয়াতে।

ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অক্ষরা সিং ও পবন সিংয়ের গান ‘সাব ধন খা লা… মার মার কে নাজারিয়া’ সম্প্রতি ইউটিউবে ঝড় তুলেছে। গানটিতে অক্ষরার হট ডান্স মুভস রীতিমতো নেটিজেনদের মাথা ঘুরিয়ে দিয়েছে। গানটিতে অক্ষরাকে খুবই সুন্দরী দেখা যাচ্ছে। তিনি শাড়ির আঁচল দিয়ে নাচের তালে তালে খেলা করছেন। অক্ষরার এই হট লুক দেখে নেটিজেনরা রীতিমতো পাগল হয়ে পড়েছেন। আর এই ভিডিওতে অভিনেত্রীর সাথে পবন সিংয়ের রোম্যান্টিক কেমিস্ট্রি ছিল দেখার মত। তাঁরা লজ্জার সীমা অতিক্রম করে এই ভিডিওতে একে অপরের প্রেমে মগ্ন হয়ে গেছেন।

গানটি প্রকাশের পর থেকেই তা দ্রুত ভাইরাল হয়ে গেছে। আসলে ২০১৬ সালে মুক্তি পাওয়া ত্রিদেব সিনেমার গান এটি। এতে তারকা জুটির রোমান্টিক কেমিস্ট্রি দেখে আপনিও মজা পাবেন। পবন সিং এবং প্রিয়াঙ্কা সিং তাদের সুরেলা কণ্ঠ দিয়ে এই গানটি করেছেন ও এই গানের লিরিক্স লিখেছেন আজাদ সিং। এটি রিলিজ হওয়ার পর থেকে প্রায় ৪ কোটির বেশি মানুষ দেখেছেন।