দেশনিউজ

নতুন করে করোনা সংক্রমণ নেই এই রাজ্যের, খুব শীঘ্রই গ্রিন জোন হিসাবে ঘোষিত হবে রাজ্য

Advertisement
Advertisement

দেশে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ায় উদ্বিগ্ন গোটা দেশ। ভারতের প্রায় সব রাজ্যেই প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে এর মধ্যেই কিছু স্বস্তির খবর ও রয়েছে। সূত্রের খবর অনুযায়ী গোয়াতে একটিও করোনা পজিটিভ নেই। এই রাজ্যে গত ২ সপ্তাহে আর নতুন করে আক্রান্তের খবর পাওয়া যায়নি।

Advertisement
Advertisement

গোয়াতে মোট ৭ জন করোনা সংক্রমিত হয়েছিলেন। যাদের মধ্যে ৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর ১ জনের দুবার করে করোনা টেস্ট করা হয়েছে, সেখানে রিপোর্ট নেগেটিভ এসেছে। উত্তর গোয়া ও দক্ষিণ গোয়া থেকেই এই ৭ জনের আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল। তবে বর্তমানে এই রাজ্যকে গ্রিন জোন হিসাবে ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

Advertisement

গোয়া সরকারের পক্ষ থেকে কেন্দ্রের কাছে চিঠি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে যে যেহেতু গোয়াতে আর কোনো করোনা রিপোর্ট পাওয়া যায়নি, তাই কেন্দ্রের তরফ থেকে গোয়াকে গ্রিন জোন হিসাবে ঘোষণা করা হোক।

Advertisement
Advertisement

দেশে এখন আক্রান্তের সংখ্যার ভিত্তিতে ৩ টি জোনে ভাগ করা হয়েছে। সবথেকে বেশি করোনা আক্রান্তের সংখ্যা থাকলে সেটি রেড জোন। আর করোনা আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম থাকলে তখন সেট অরেঞ্জ জোন। আর যেখানে একটিও করোনা আক্রান্ত হয়নি সেটি গ্রিন জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে।

Advertisement

Related Articles

Back to top button