Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন রাখি সাওয়ান্ত, মুহূর্তের মধ্যে ভাইরাল

কৌশিক পোল্ল্যে: সোশ্যাল মিডিয়ায় তার আজব কান্ডকারখানা কারোরই অজানা নয়, তিনি অভিনেত্রী রাখী সাওয়ান্ত। নিজের মজাদার ভিডিও ও নানান কীর্তিকলাপের মাধ্যমে মাতিয়ে রাখেন নেটদুনিয়া। সকলের কাছে তিনি পরিচিতি পান ‘বিগ…

Avatar

কৌশিক পোল্ল্যে: সোশ্যাল মিডিয়ায় তার আজব কান্ডকারখানা কারোরই অজানা নয়, তিনি অভিনেত্রী রাখী সাওয়ান্ত। নিজের মজাদার ভিডিও ও নানান কীর্তিকলাপের মাধ্যমে মাতিয়ে রাখেন নেটদুনিয়া। সকলের কাছে তিনি পরিচিতি পান ‘বিগ বস’ রিয়্যালিটি শো এর দৌলতে। নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বরাবরই খোলামেলা রাখী।

গতবছর প্রখ্যাত কমেডিয়ান ও ইউটিউবার দীপক কালালের সঙ্গে বিশেষ সম্পর্কের কথা উভয়েই স্বীকার করেন। কিন্তু পরবর্তীতে তড়িঘড়ি সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসেন রাখী, এরপর আচমকাই সকলকে চমকে দিয়ে তিনি ঘোষনা করেন তিনি বিবাহিত। তবে তার বিয়ে দীপকের সঙ্গে হয়নি বরং রীতেশ নামক এক জনৈক ব্যবসায়ীর সঙ্গে হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যদিও বিয়ের কোনো ছবিই পোস্ট করেননি তিনি। কারন হিসেবে রাখি জানান, তার স্বামী ছবি তোলা একেবারেই পছন্দ করেন না। যদিও মাঝে বহুবার তার শ্বশুড়বাড়ির বিভিন্ন ছবি তিনি প্রকাশ করেছেন। তার স্বামীকে দেখার অনুরোধ জানিয়েছেন অনেকেই।

 
View this post on Instagram
 

A post shared by Rakhi Sawant (@rakhisawant2511) on

সদ্যই নিজের স্বামীর ছবি পোস্টও করেন রাখী কিন্তু এর পরপরই সেই পোস্টটি ডিলিটও করে দেন, ফলে ভক্তদের ইচ্ছাটি অপূর্নই রয়ে যায়। রাখী জানান, ছবিপ্রকাশে রীতেশের ঘোর আপত্তি রয়েছে তাই বাধ্য হয়েই তাকে পোস্ট ডিলিট করতে হয়েছে।

 
View this post on Instagram
 

Meri shadi

A post shared by Rakhi Sawant (@rakhisawant2511) on

‘বিগ বস’ এর পাশাপাশি আরও বেশকিছু রিয়্যালিটি শো তে তাকে দেখা গিয়েছে। ভোজপুরি সিনেমার আইটেম সং সহ কিছু বি গ্রেড সিনেমাতেও কাজ করেছেন রাখী। তবে মানুষজন তাকে বেশি চেনেন সোশ্যাল মিডিয়ার তার অদ্ভুত কারকারখানার তাগিদে।

About Author