আন্তর্জাতিকনিউজ

আশার আলো স্পেন, ইতালি, কমছে নতুন আক্রান্তের হার

Advertisement
Advertisement

করোনা সংক্রমণে জর্জরিত গোটা বিশ্ব। তবে এরই মাঝে আশার আলো দেখালো ইতালি, স্পেন এবং ইরানের মতো দেশ। দেশগুলির স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা তুলনামূলক ভাবে অনেকটাই কমেছে। জানা গেছে বিগত দুদিন আগে স্পেনে করোনাভাইরাস সংক্রমণ ক্রমশ বেড়েই চলছিলো তবে গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা অনেকটাই কমেছে। সরকারি হিসেব অনুযায়ী করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৫,২৩৮ জনের। বৃহস্পতিবার পর্যন্ত মোট আক্রান্ত ১,৫২,৪৪৬ জন। তবে ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা নিম্নমুখী হচ্ছে বলে জানানো হয়েছে।

Advertisement
Advertisement

এই বিষয়ে প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বৃহস্পতিবার পার্লামেন্টে বলেন, “এখন আমাদের প্রধান কাজ হল পিছনের দিকে ফিরে না যাওয়া। আমাদের লক্ষ্য এখন সংক্রমণের সংখ্যাকে ক্রমশ হ্রাস করা।” এছাড়াও ইতালিতেও গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা কমেছে। ইতালিতে মোট করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৭,৬৬৯ জন। মোট আক্রান্ত ১,৩৯,৪২২ জন।

Advertisement

এই বিষয়ে ইতালির সিভিল প্রটেকশন এজেন্সির ডিরেক্টর অ্যাঞ্জেলো বরেল্লি জানিয়েছেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সমস্ত সরকারি কড়াকড়ি জারি থাকবে।” অন্যদিকে ইরানে এখনও পর্যন্ত ৪,১১০ জন আক্রান্তের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৬,২২০ জন। তবে ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা কমছে বলেই জানা গেছে। ইরানের স্বাস্থ্যমন্ত্রকের মুখপাত্র কিয়ানুশ জাহানপোর বলেন, “সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী নতুন করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা অনেকটাই নিম্নমুখী হয়েছে।”

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button