বলিউডবিনোদন

Rashamika Mandana: পুষ্পার পর এবারে মুক্তি পাবে শ্রীবল্লির নতুন গান, দুর্দান্ত স্টাইল দিয়ে দর্শকদের মন জয় করবেন রশ্মিকা

এই নতুন ছবিটি আগামী ১৫ ই আগস্ট মুক্তি পেতে চলেছে

Advertisement
Advertisement

মৈত্রী মুভি মেকাররা সম্প্রতি আল্লু আর্জুন এবং রস্মিতা মান্দানা অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি পুষ্পা ২ এর দ্বিতীয় গান প্রকাশ করাকে কেন্দ্র করে একটা বড় আপডেট দিয়েছে। ধারাবাহিকভাবে শিরোনাম হওয়া এই ছবিটির নতুন গান মুক্তি পেতে চলেছে খুব শীঘ্রই। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এই ছবিটির নতুন গান মুক্তি পেয়ে যাবে। আপনারা সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এই গান দেখতে পাবেন। পুষ্পা ছবির প্রথম গানটি মুক্তির সঙ্গে সঙ্গেই ট্রেন্ডিং হয়ে উঠেছে এবং তার সাথেই এবার আরেকটি গান আপনারা শুনতে পারবেন এই সিনেমা থেকে। ভিডিও গানের রশ্মিকা মন্দনার দুর্দান্ত স্টাইল আপনি দেখতে পাবেন। এখানে তিনি নিজের স্টাইল দিয়ে মানুষের মন জয় করবেন।

Advertisement
Advertisement

ইতিমধ্যে নির্মাতারা দ্বিতীয় গানটির টিজার পোস্ট করে দিয়েছেন। পোস্টারটি প্রকাশ করার সঙ্গে সঙ্গেই হয়েছে সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল। এই গানটি পুষ্পা ১ ছবির সামি সামি গানের মতই একটা আকর্ষণীয় গান হতে চলেছে। এই গানেও শ্রীবল্লীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী রশ্মিকাকে। আগামীকাল সকাল ১১ টায় মৈত্রী মুভিজ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই নতুন গানটি মুক্তি পেতে চলেছে। এই নতুন ছবিটি মুক্তি পাবে এই বছরের ১৫ ই আগস্ট।

Advertisement

এই ছবির ব্যাপারে বলতে গেলে, ইতিমধ্যেই এই ছবির টিজার মুক্তি পেয়ে গিয়েছে। এই টিজার দেখেই বোঝা যাচ্ছে আগের পুষ্পার থেকেও বেশি ভালো হবে পুষ্পা ২। পায়ে ঘুঙুর, পরনে শাড়ি। গলায় দুলছে মালা। সারা গায়ে নীল রং মেখে ফের ধরা দিলেন ‘পুষ্পা’ আল্লু অর্জুন। অভিনেতার জন্মদিনেই প্রকাশ্যে এল পুষ্পা ২ এর টিজার। এই টিজারে দেখা গেল, এই বেশে আল্লু অর্জুন ত্রিশূল দিয়ে কপাল কেটে শঙ্খ বাজাচ্ছেন। চলছে পুজো অর্চনা। এক মিনিট আট সেকেন্ডের এই ভিডিয়োতে তাঁকে নাচের ছন্দে ভরপুর অ্যাকশন করতেও দেখা যায়। আর একদম শেষে, জানা গেলো এই ছবির মুক্তির তারিখও। টিজারে শেষে পর্দায় ফুটে উঠলো, ‘দ্য রুল বিগিনস ১৫ অগস্ট।’ অর্থাৎ আগামী ১৫ আগস্ট এই ছবি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। মাত্র কয়েক মিনিটেই এই ছবির টিজার পনের লাখের বেশি ভিউজ পেয়েছে, ফলে বুঝতেই পারছেন ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে কেমন উন্মাদনা রয়েছে।

Advertisement
Advertisement

বিগত ৭ এপ্রিল রাত্রে অল্লু অর্জুন তার সোশ্যাল মিডিয়াতে পুষ্পা ২ ছবির একটি নতুন পোস্টার শেয়ার করেছিলেন। এই অভিনেতাকে সেই ছবিতে দেখা গিয়েছিল একেবারে রঙচঙে একটি শার্ট পরে এবং তার সাথেই ছিল পুষ্পা স্টাইলের লুঙ্গি ও হাতে একটি কুড়ুল। একটি সিংহাসনে বসে থাকতে দেখা যাচ্ছে এই অভিনেতাকে। তাঁর পিছনে দাঁড়িয়ে আছেন বহু মানুষ। এই পোস্টারটি পোস্ট করেই তিনি জানান ৮ এপ্রিল মুক্তি পাবে পুষ্পা ২ ছবির টিজার। একই সঙ্গে এদিন অভিনেতাকে একাধিক ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করতে দেখা যায়। সেখানে তিনি ডাবিং স্টুডিওর বেশ কিছু ছবি পোস্ট করে জানিয়েছেন তাঁরা সম্পূর্ণ ভাবে প্রস্তুত এই ছবিটিকে নিয়ে। অনেকেই বলছেন এই ছবিটি আগের থেকেও বেশি হিট হবে।

Advertisement

Related Articles

Back to top button