ভাইরাল & ভিডিওবিনোদন

VIDEO: পবন সিং এর উপরে ঝাঁপিয়ে রোম্যান্সে মজলেন মোনালিসা, এই ভিডিও না দেখলে বড় মিস

Advertisement
Advertisement

সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে চোখ রাখলেই এখন ভোজপুরি কনটেন্টের (Bhojpuri Song) আধিপত্য চোখে পড়বে। আগেও ভোজপুরি সিনেমা এবং গানের জনপ্রিয়তা থাকলেও সোশ্যাল মিডিয়ার বাড়বাড়ন্তের সঙ্গে সঙ্গে এই কনটেন্টগুলির খ্যাতিও বেড়েছে পাল্লা দিয়ে। পাশাপাশি ভোজপুরি ইন্ডাস্ট্রির বহু অভিনেতা অভিনেত্রীরাও উঠে এসেছেন লাইমলাইটের তলায়। এমনই একজন হলেন মোনালিসা।

Advertisement
Advertisement

ডিজিটাল দুনিয়ার বাড়বাড়ন্ত হতেই ভোজপুরি কনটেন্টের খ্যাতি বাড়ছে নতুন করে। সোশ্যাল মিডিয়ায় রমরমা হতে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে ভোজপুরি গানের জনপ্রিয়তা। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে উঁকি দিলেই চোখে পড়বে ভোজপুরি গানে দেদারে নাচের ভিডিও। বিশেষ করে ইউটিউবে ভোজপুরি সিনেমার মিউজিক ভিডিও গুলির চাহিদা রয়েছে আকাশছোঁয়া।

Advertisement

Advertisement
Advertisement

আগেও ভোজপুরি সিনেমা এবং গানের চাহিদা একই রকম ছিল আমজনতার মধ্যে। আর এখন যত দিন যাচ্ছে ততই যেন খ্যাতি, উন্মাদনা বেড়ে চলেছে ভোজপুরি কনটেন্ট নিয়ে। বর্তমানে হিন্দি সিনেমার তুলনায় ভোজপুরি ছবি, গান নিয়েই চর্চা বেশি হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ইউটিউবের মতো প্ল্যাটফর্মে মাঝে মধ্যেই ভাইরাল হয় ভোজপুরি গান এবং নাচের ভিডিও। প্রতি বছরই বহু সংখ্যক সিনেমা এবং মিউজিক ভিডিও তৈরি হয়ে থাকে ভোজপুরি ইন্ডাস্ট্রিতে। দর্শক মহলে বহুল জনপ্রিয়তা পায় এই ছবিগুলি। সম্প্রতি পবন সিং এবং মোনালিসার একটি পুরনো মিউজিক ভিডিও নতুন করে উঠে এসেছে চর্চায়।

একসঙ্গে একাধিক সিনেমায় কাজ করেছেন পবন এবং মোনালিসা। ভোজপুরি ইন্ডাস্ট্রির ‘পাওয়ার স্টার’ নামে পরিচিত পবন সিং এর সঙ্গে মোনালিসার জুটি বেশ পছন্দ করেন দর্শকরা। মোনালিসা এখন আর ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কাজ না করলেও এখনো তাঁর পুরনো সিনেমা এবং মিউজিক ভিডিওগুলি উঠে আসে চর্চায়। সম্প্রতি ‘দিয়া গুল করা’ গানে পবন এবং মোনালিসার রোম্যান্স আবারো উঠে এসেছে চর্চায়। ১০ বছর আগে ইউটিউবে আপলোড করা এই গানটিতে এখনও পর্যন্ত ৫ কোটি ভিউ হয়ে গিয়েছে।

Advertisement

Related Articles

Back to top button