Today Trending Newsদেশনিউজ

দ্বিতীয় রাজ্য হিসেবে লকডাউনের সময়সীমা বাড়াল পাঞ্জাব সরকার

Advertisement
Advertisement

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী প্রথমেই ২১ দিনের লকডাউন ঘোষণা করেছিল। তবে পরিস্থিতির উন্নতি না দেখে সেই লকডাউন ৩০শে এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে ওড়িশা সরকার। এবার সেই পথেই হাঁটলো পাঞ্জাব। জানা গেছে পাঞ্জাবেও ৩০শে এপ্রিল পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে। শুক্রবার তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে পাঞ্জাব সরকার।

Advertisement
Advertisement

দেশের জনঘনত্ব এতোটাই বেশি যে, সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা অনেক বেশি। শুধু তাই নয় এই অবস্থায় সামাজিক দূরত্ব বজায় রাখাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে দিল্লী ও মুম্বইয়ে সংক্রমণের হটস্পট ক্রমাগত বেড়েই চলেছে। এই রাজ্যগুলির তরফ থেকে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ জানানো হয়েছে যে লকডাউনেরর সময়সীমা বাড়ানোর হোক।

Advertisement

যদিও লকডাউনের ফলে দেশে বহু মানুষ কর্মহীন হয়ে পড়ছেন। ভিন রাজ্যে কর্মরত শ্রমিকরা অনেকেই বাড়ি ফিরতে পারেননি। তবে বর্তমান পরিস্থিতিতে প্রাণ বাঁচানোকেই বেশি প্রয়োজনীয় বলে মনে করছে সব রাজ্যগুলি। এবার কেন্দ্র থেকে লকডাউনের সময়সীমা বাড়ানো নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেই তাকিয়ে গোটা দেশবাসী।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button