দুর্গা পুজোয় সেরার সম্মান বিশ্ববাংলা শারদ সম্মানে নতুন সংযোজন “সেরা কোভিড সচেতন পুজো”

২০১৩ সাল থেকে রাজ্য সরকারের তরফে দুর্গা পুজোয় সেরার সম্মান "বিশ্ববাংলা শারদ সম্মান" পুরস্কার দেওয়া হয়েছে। এবার সেই তালিকায় নতুন সংযোজন "সেরা কোভিড সচেতন পুজো"। সেরা ভাবনা, সেরা প্রতিমা, সেরা…

Avatar

২০১৩ সাল থেকে রাজ্য সরকারের তরফে দুর্গা পুজোয় সেরার সম্মান “বিশ্ববাংলা শারদ সম্মান” পুরস্কার দেওয়া হয়েছে। এবার সেই তালিকায় নতুন সংযোজন “সেরা কোভিড সচেতন পুজো”। সেরা ভাবনা, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা আলোকসজ্জা সহ মোট ১১টি ক্যাটেগরিতে পুরস্কার দেওয়া হয়েছে।  প্রথম থেকেই এই বছর দুর্গা পুজো হওয়া নিয়ে অনেক প্রশ্ন ছিলো অবশেষে অনেক নিয়ম বিধি মেনেই হতে চলেছে এবারের দুর্গাপুজো।

কিছু দিন আগেই কলকাতায় দুর্গা পুজো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “মাস্ক-স্যানিটাইজার রাখুন। যারা দায়িত্বে থাকবেন, তাঁদের ফেস শিল্ড দিন। অঞ্জলি যেন সকলেই একসঙ্গে না দেন। সিঁদুর খেলুন, কিন্তু সময় ভাগ করে খেলুন। একটা দল খেলে গেল, আরেকটা দল এল। একটু তো নিয়ম মেনেই চলতে হবে। প্রসাদ বিতরণও সাবধানে করুন। সাধারণ মানুষকে বলব, ফুল-বেলপাতা নিজেরাই পারলে নিয়ে যান।

দুর্গা পুজোয় সেরার সম্মান বিশ্ববাংলা শারদ সম্মানে নতুন সংযোজন "সেরা কোভিড সচেতন পুজো"

ইন্দ্রনীল সেন এদিন বলেন, “একটি নতুন ওয়েব সাইটের আজ উদ্বোধন করা হয়েছে। এগিয়ে বাংলার ওয়েব সাইটে গেলেই সেটা দেখা যাবে। সেখান থেকেই ফর্ম পাওয়া যাবে। ১০ অক্টোবর, আজ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করার জন্য আবেদনপত্র পাওয়া যাবে।

ফিল আপের পর এই সময়ের মধ্যেই সেই আবেদনপত্র জমা দেওয়া যাবে।” কলকাতা ছাড়া বাকি ২২টি জেলাতেও এই বিশ্ববাংলা শারদ সম্মান পুরস্কার প্রদান করা হবে। সব মিলিয়ে এবছরেও পুজোয় কন খামতি রাখতে চাইছে না রাজ্য সরকার। বিধি নিষেধ মেনেই চলছে সকল নিয়ম আর দুর্গা পুজো।