দেশনিউজ

Indian Railway: ৩ টাকায় জল, ২০ টাকায় খাবার, স্লিপার-জেনারেল ক্লাসের যাত্রীদের জন্য দারুণ উদ্যোগ নিল রেল

Advertisement
Advertisement

রেলওয়ের পক্ষ থেকে সময়ে সময়ে যাত্রীদের জন্য অনেক বিশেষ সুবিধা চালু করা হয়েছে। এখন মাত্র ২০ টাকায় আপনার জন্য খাবার নিয়ে আসতে চলেছে আইআরসিটিসি। সেই সঙ্গে ৩ টাকায় জলও পাবেন। রেলের পক্ষ থেকে ইকোনমি মিল চালু করা হয়েছে, যাতে সবাই জল ও খাবার পেতে পারে। রেলওয়ে প্ল্যাটফর্মে সস্তায় খাবার বিক্রির স্টল বসানো হয়েছে।

Advertisement
Advertisement

সস্তায় খাবার বিক্রির স্টলে পুরি-সব্জির পাশাপাশি মশলা দোসা, ছোলে-ভাটুরে, খিচুড়ি সহ একাধিক অপশন পাবেন। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের সহযোগিতায় ভারতীয় রেল এই সুবিধা চালু করেছে। আপনাদের জানিয়ে রাখি, রেল এই মুহূর্তে শতাধিক রেল স্টেশনে ১৫০টি স্টল বসিয়েছে।

Advertisement

জেনারেল কোচের সামনের প্লাটফর্মে এসব স্টল স্থাপন করা হচ্ছে, যাতে সাধারণ ক্লাসে যাতায়াতকারীরা যাত্রীরা সস্তায় খাবার ও স্ন্যাকস পেতে পারেন। এই স্টলে যাত্রীদের খাবারের জন্য ২টি অপশন থাকবে। প্রথম অপশনে আপনি ২০ টাকায় খাবার পাবেন এবং দ্বিতীয় অপশনে আপনি ৫০ টাকায় খাবার পাবেন। খাদ্যপণ্যের দাম রেলওয়ের পক্ষ থেকে বেঁধে দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement

Indian Railways Food

২০ টাকায় পাবেন পুরি-সব্জি আর আচার। এতে ৭টি পুরির সঙ্গে ১৫০ গ্রাম সবজি পাবেন। এ ছাড়া খাবারের আরও একটি অপশন রয়েছে। এই অপশন পাওয়ার জন্য আপনাকে ৫০ টাকা খরচ করতে হবে। ৫০ টাকার বিনিময়ে রাজমা-চাওয়াল, খিচুড়ি-পোঙ্গল, ছোলে-কুলচে, ছোলে-ভাটুরে এবং মশলা দোসা থেকে আরও অন্য কোনও খাবার নিতে পারেন। এ ছাড়া জলও খুব সস্তায় পাওয়া যাচ্ছে। জলের জন্য খরচ করতে হবে মাত্র ৩ টাকা। আপনি ৩ টাকায় ২০০ মিমি প্যাকেজ যুক্ত সিলড জলের বোতল পাবেন।

Related Articles

Back to top button