বলিউডবিনোদন

পারফেক্ট বেলি ড্যান্সের স্টেপ দিয়ে রাতারাতি ভাইরাল শ্রীদেবী কন্যা জাহ্নবী, রইল ভিডিও

×
Advertisement

শ্রীদেবী গত হওয়ার পর থেকেই বলিউড শ্রীহীন হয়ে রয়েছে। শ্রীদেবীর আচমকা মৃত্যু অনেকের মনে কৌতূহল সৃষ্ট করেছিল। যদিও সবই ধামাচাপা পড়ে গিয়েছে। এখন বলিউডে রয়েছে শ্রীদেবীর ছায়া। তাঁর দুই মেয়ে। যার মধ্যে থেকে বড় মেয়ে জাহ্নবী (Janhvi Kapoor) বলিউডে পা দিয়ে ফেলেছেন। ইতিমধ্যে জাহ্নবী কাপুরের দুরন্ত বেলি ড্যান্সের ভিডিও খুব ভাইরাল হয়েছে। ভিডিওটি কয়েক সেকেন্ডের।

Advertisements
Advertisement

Advertisements

সেলিব্রিটি নৃত্য শিক্ষক সঞ্জনা মুথরেজা তাঁর ইন্সটাগ্রাম প্রোফাইলে জাহ্নবীর বেলি ড্যান্সের ভিডিও ক্লিপিংস শেয়ার করেছেন। অনেকেই জাহ্নবীর বেলি ড্যান্সের ভিডিওর প্রশংশা করেছেন।

Advertisements
Advertisement

সম্প্রতি জাহ্নবী কাপুরকে ‘গুঞ্জন দ্য কার্গিল গার্লে’ দেখতে পায়া গিয়েছে।করণ জোহরের ইন্সটাগ্রাম প্রফাইলেও জাহ্নবী কাপুরের ছবি বর্তমানে বিদ্যমান। এখনও পর্যন্ত দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। জাহ্নবী ছাড়াও এই ছবিতে অভিনয় করেছে পঙ্কজ ত্রিপাঠী, অঙ্গদ বেদী, বিনীত কুমার সিং-কে৷ করোনা আবহে এই ছবিটি দেশভর ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হয়।

Related Articles

Back to top button