বিনোদনভাইরাল & ভিডিওভোজপুরি

Bhojpuri: আম্রপালি দুবে ও খেসারি লালের বোল্ড ডান্স মুভ ভাইরাল হয়েছে, ভিডিও থেকে চোখ সরাতে পারবেন না

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে

Advertisement
Advertisement

ভোজপুরি সিনেমা জগতে খেসারি লাল যাদব ও আম্রপালি দুবে একটি জনপ্রিয় জুটি। এই জুটির সিনেমা এবং গান সব সময় হয়ে থাকে সুপারহিট। ইউটিউবে এই জুটির সমস্ত পারফরম্যান্স দেখতে মুখিয়ে থাকেন সকলেই। ইতিমধ্যেই এই জুটি ভোজপুরি সিনেমা জগতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই এমন আছেন যারা এই জুটির পারফরম্যান্স দেখতে পছন্দ করেন। অনেকে এমনও আছেন যারা এই জুটির নতুন নতুন পারফরম্যান্স দেখতে বেশ ভালোবাসেন। তাদেরকে আনন্দ দিতেই সম্প্রতি এই জুটির একটি নতুন গান রিলিজ হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই গানটি রিলিজ হয়েছে কিছুদিন আগেই এবং এই গানে এই দুজনের অভিনয় সত্যি নজর কেড়েছে।

Advertisement
Advertisement

এই মিউজিক ভিডিওতে কিন্তু একেবারে ওয়েস্টার্ন পোশাকে রয়েছে অভিনেত্রী। অন্যদিকে আবার একটি লাল শার্ট পরে মাঠ কাঁপাচ্ছেন অভিনেতা। এই গানের ভিডিওতে দুজনের পরণেই রয়েছে লাল রঙের পোশাক। দু’জনকেই দুর্দান্ত লাগছে এই গানে। এই গানটির নাম হল মরদ অভি বাচ্চা বা এবং ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।

Advertisement

এই ভিডিওতে আম্রপালি দুবে এবং খেসারি লাল যাদব এর কেমিস্ট্রি সকলের নজর কেড়েছে। এই দুজন হলেন এমন তারকা যারা নিজেদের প্রত্যেকটি গান এবং ভিডিওতে নিজেদের সেরা পারফর্মেন্স করতে পছন্দ করেন। এই নতুন গানেও তাদের পারফরম্যান্স একেবারেই পাল্টায়নি। তারা নিজেদের দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে সকলের নজর কেড়ে নিয়েছেন।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button