ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

৭০০০ হাজার টাকায় ৭টি ব্যবসা, হেসেখেলে রোজ কামাবেন হাজার হাজার টাকা

Advertisement
Advertisement

ব্যবসা করার জন্য টাকা পয়সা যেমন দরকার তেমনই দরকার উপস্থিত বুদ্ধির। উপস্থিত বুদ্ধির জোরে অনেক কম খরচের মধ্যে লাভদায়ক ভালো ব্যবসা করা যাবে। তাছাড়া সব ব্যবসা করার জন্য প্রচুর টাকার দরকার হয় না। নামমাত্র বিনিয়োগ করেও নতুন ব্যবসার গোড়াপত্তন করতে পারবেন আপনি। কীভাবে কোন ব্যবসা কম খরচের মধ্যে করা যাবে সেটা জানানোর জন্যই আমাদের এই প্রতিবেদন।

Advertisement
Advertisement

এই প্রতিবেদনে আমরা এমন একটা বিজনেস আইডিয়া আপনাদের দিতে চলেছি যেটা শুরু করা খুবই সহজ। বাড়ির যে কোনো ছোটো অংশ বা একটা টেবিল থেকেও ব্যবসা শুরু করতে পারেন। প্রাথমিকভাবে সাত হাজার টাকা দিয়ে কাজ শুরু করা যেতে পারে। এই সাত হাজার টাকার বিনিময়ে করতে পারবেন সাতটি ব্যবসা। এই সাতটি ব্যবসার চাহিদা বাজারে এখন খুব বেশি। এমনকি আপনার নিজের বাড়িতেও এই জিনিস রোজ ব্যবহার করা হয়।

Advertisement

বাসন পত্র, জামা কাপড় থেকে শুরু করে বাথরুম টয়লেট সহ রোজকার জীবনের একাধিক ক্ষেত্রে ক্লিনার দরকার পড়ে। ক্লিনার মানে এখানে লিকুইড সাবান বা লিকুইড ডিটারজেন্টের কথা বলা হচ্ছে। এমনকি গাড়ি ধোয়ার সাবানও আমাদের আলোচনার মধ্যে থাকবে। আসলে এই প্রতিটা কাজে যে সাবান বা লিকুইড আমরা ব্যবহার করি সেগুলো কম বেশি প্রায়ই একইভাবে তৈরি হয়ে থাকে।

Advertisement
Advertisement

প্রতিটা ক্ষেত্রে লিকুইড তৈরি করার পদ্ধতি মোটামুটি একই। প্রথমে আমরা পছন্দের মাপের পাত্রে জল ভরে নিতে হবে। এবার সেটাই মেশাতে হবে কেমিক্যাল। ভালো করে মিনিট দুই মিক্স করার পর বারো ঘণ্টা রেখে দিতে হবে। তারপর বোতলে ভরা এবং বিক্রির পালা। সাত বিজনেস থেকে যে কোনো বোতল পিছু গড়ে ৪০ থেকে ৫০ টাকা আয় হতে পারে। এবার হিসেবে করে নিন আপনার কতো বোতল রেডি করতে পারবেন।

Advertisement

Related Articles

Back to top button