Today Trending Newsদেশনিউজ

দেশে করোনা আক্রান্তের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী, উদ্বেগ বাড়চ্ছে দেশবাসীর

Advertisement
Advertisement

বুধবার বিকেল ৫ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৯৩৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে ১ হাজার ১১৮ জন আক্রান্ত হয়েছেন আর মৃত্যু হয়েছে ৩৯ জনের। দেশে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৩৯২ জন। সুস্থ হয়েছেন ১ হাজার জনের বেশি।

Advertisement
Advertisement

মহারাষ্ট্রে সর্বাধিক আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যার নিরিখেও শীর্ষে মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৮৭ জন। মৃত্যু হয়েছে ১৭৮ জনের। মহারাষ্ট্রের পরেই রয়েছে দিল্লি। সেখানে সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৬১ জন, মারা গেছেন ৩০ জন। তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। আক্রান্তের সংখ্যা ১ হাজার ২০৪ জন, মৃত্যু হয়েছে ১২ জনের।

Advertisement

অন্যদিকে কেরালাতে সংক্রমণের সংখ্যা ধীরে ধীরে কমছে। আগে যেখানে কেরালার স্থান প্রথম এবং দ্বিতীয়তে থাকত, আর এখন সেটা অনেক নিচে নেমেছে। বর্তমানে কেরালাতে আক্রান্তের সংখ্যা ৩৮৭ জন আর মারা গেছেন ৩ জন। আবার পশ্চিমবঙ্গে কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী আক্রান্তের সংখ্যা ২১৩। সেখানে রাজ্যের রিপোর্ট অনুযায়ী সংখ্যা ১৩২।

Advertisement
Advertisement

আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মুখ্যসচিব লব আগরওয়াল জানিয়েছেন দেশকে ৩ ভাগে ভাগ করা হবে, হটস্পট, নন-হটস্পট, আর গ্রিন জোনে। তার নির্বাচিত তথ্য অনুযায়ী দেশের ১৭০ টি জেলাকে হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে, আর ২০৭ টি জেলাকে নন-হটস্পট এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছে। আর বাকি জেলাগুলি গ্রিন জোনের অন্তর্গত, যেখানে এখনও পর্যন্ত একটাও করোনা সংক্রমণ ঘটেনি।

Advertisement

Related Articles

Back to top button