নিউজরাজ্য

দশমীর দিনে শেষরক্ষা হলো না, ধেয়ে আসছে প্রবল বৃষ্টি

Advertisement
Advertisement

এ বছরের পুজোর আনন্দ মাটি করার জন্য বৃষ্টি প্রায় প্রতিদিনই অসুরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। পঞ্চমীর দিন রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়ে চলেছে। আজ দশমীর দিন এই বৃষ্টির মাত্রা বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর এক পূর্বাভাসে জানিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর এক পূর্বাভাস জারি করে জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরে আজ দিনভর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আগামী দু এক ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button