ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

গরিবদের জন্য সরকারের দুর্দান্ত স্কিম, এবারে একাউন্টে টাকা না থাকলেও তোলা যাবে ১০,০০০ টাকা

এই নতুন স্কিম মূলত গরিব মানুষের প্রয়োজন পূরণের জন্যই নিয়ে আসা হয়েছে

Advertisement
Advertisement

মোদি সরকারের একাধিক প্রকল্প এখন ভারতের সাধারণ মানুষের নানা সমস্যার সমাধান করছে। আজকের দিনে ভারত সরকার ভারতের মানুষের সুবিধার জন্য একাধিক নতুন নতুন প্ল্যান নিয়ে আসছে এবং সেগুলি সবকটাই হচ্ছে একেবারে হিট। আর এইসব প্ল্যানের মধ্যেই অন্যতম হলো প্রধানমন্ত্রী জন ধন যোজনা। এই প্রকল্প শুরু করার পিছনে সরকারের আসল উদ্দেশ্যটাই ছিল আরো বেশি সংখ্যক মানুষকে ব্যাংকের আওতায় নিয়ে আসা। এই প্রকল্পের অধীনে যারা যারা ব্যাংক একাউন্ট খুলেছেন, তারা নানা ধরনের সুবিধা পাচ্ছেন, যা সাধারণ সেভিংস একাউন্টে পাওয়া কার্যত সম্ভবই নয়। এই সমস্ত সুবিধার মধ্যে সবথেকে আকর্ষণের হলো ওভারড্রাফট সুবিধাটি। এই ধরনের একাউন্ট যারা এখনো পর্যন্ত করেছেন, তাদেরকে সরকার ১০,০০০ টাকা পর্যন্ত ওভারড্রাফট করার সুযোগ দেয়। অর্থাৎ, সহজ কথায় বলতে গেলে, আপনার একাউন্টে টাকা না থাকলেও, আপনি ১০,০০০ টাকা পর্যন্ত তুলতে পারবেন। তাহলে চলুন এই আকর্ষণীয় প্ল্যানের ব্যাপারে জেনে নেওয়া যাক বিস্তারিত।

Advertisement
Advertisement

এই ওভারড্রাফট ফিচারের মূল সুবিধা হলো আপনি প্রয়োজনে আপনার একাউন্ট থেকে ১০,০০০ টাকা পেতে পারেন অনেকটা লোনের মত করে। তবে, এর একটাই শর্ত রয়েছে। এই ওভারড্রাফট সুবিধা নিতে হলে আপনার একাউন্টের বয়স ন্যূনতম ৬ মাস হতেই হবে। যদি আপনার একাউন্টের বয়স ৬ মাস হয় তাহলে আপনি ২,০০০ টাকা পর্যন্ত ওভারড্রাফট করতে পারবেন। এই একাউন্টের বয়স যত বাড়বে, ততই ওভারড্রাফটের সর্বোচ্চ সীমাও বাড়তে থাকবে।

Advertisement

তবে, এই নিয়ম কিছুটা পাল্টেছে সরকার। আগে এই ওভারড্রাফটের সর্বোচ্চ সীমা ছিল ৫,০০০ টাকা। অর্থাৎ আগে ৫,০০০ টাকা অবধি তোলা যেত একাউন্ট থেকে। তবে এবারে এই সীমা বাড়িয়ে ১০,০০০ টাকা করা হয়েছে। এর মূল লক্ষ্যই ছিল, যাতে মানুষ আরো বেশি করে এই জন ধন যোজনার সুবিধাগুলো নিতে পারেন। এছাড়াও, এই একাউন্টের সাথে আপনি এটিএম কার্ডের সুবিধাও পাবেন। তার পাশাপাশি পাওয়া যাবে বীমা ও পেনশনের সুবিধাও।

Advertisement
Advertisement

রিপোর্ট অনুযায়ী, এখনো অবধি ৫০ কোটির বেশি মানুষ এই ধরনের একাউন্ট খুলে ফেলেছেন। আগস্ট মাসে সরকার প্রদত্ত একটি পরিসংখ্যানে জানা গিয়েছিল ৫৫.৫ শতাংশ একাউন্ট মহিলারা খুলেছিলেন এবং ৬৭ শতাংশ একাউন্ট গ্রামীণ মানুষরা খুলেছিলেন। এছাড়াও, বিগত কয়েক বছরে ২ লক্ষ কোটি টাকার বেশি টাকাও জমা হয়েছিল এই একাউন্টগুলোতে। এর সঙ্গেই ২ লক্ষ কোটি টাকার বেশি মূল্যের দুর্ঘটনা বীমাও এই একাউন্টের সাথেই দিয়েছিল সরকার।

Advertisement

Related Articles

Back to top button