দেশনিউজ

দীপিকা অভিনীত ‘ছপক’-র মুক্তি আটকাতে মামলা, JNU কান্ডে পড়ুয়াদের পাশে দাঁড়ানোর জের

Advertisement
Advertisement

দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মুখ ঢাকা দুষ্কৃতীদের আক্রমণে আহত হয়েছে ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ সহ একাধিক ছাত্রী। এমনকি বাদ যাননি শিক্ষকেরাও। এই ঘটনায় দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। হামলায় জড়িত গেরুয়া বাহিনী এমনই অভিযোগ এনে বিজেপি বিরোধী হাওয়া জোরদার করতে নেমেছে বাম সংগঠনগুলো। এই অবস্থায় পিছিয়ে নেই বলিউডও।

Advertisement
Advertisement

অভিনেত্রী স্বরা ভাস্বর প্রথম থেকেই জেএনইউ-র ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে বিজেপি নিয়ন্ত্রণাধীন কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা করেছেন। জেএনইউ কান্ডে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে কেন্দ্রকে তোপ দেখেছেন বলিউডের একাধিক কলাকুশলী। অভিনেত্রী দিয়া মির্জা, তাপসী পান্নু, ট্যুইঙ্কল খান্না, জেনেলিয়া ডি সুজা থেকে শুরু করে পরিচালক অনুরাগ কাশ্যপ, জোয়া আখতার, বিশাল ভরদ্বাজ, অনুভব সিনহারা জেএনইউ কান্ডের প্রতিবাদে সরব হয়েছেন।

Advertisement

আরও পড়ুন : JNU তে হামলাকারীদের খুঁজে বের করলো পুলিশ

Advertisement
Advertisement

তবে জেএনইউ কান্ডের প্রতিবাদে বলিউডের সবচেয়ে বেশি নজর কেড়েছে দীপিকা পাড়ুকোন। তিনি সরাসরি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে সংহতি জানান পড়ুয়াদের। এরপর থেকেই গেরুয়া শিবিরের বিষ নজরে পড়েছেন বলিউডের অন্যতম সফল এই অভিনেত্রী। তাঁর পরবর্তী সিনেমা ‘ছপক’ বয়কট করার ডাক দিয়েছে বিজেপি সমর্থকরা। বিজেপি নেতা তাজিন্দরপাল সিং বগ্গা দীপিকা অভিনীত সমস্ত সিনেমা বয়কট করার আহ্বান জানিয়েছেন।

‘ছপক’-এর মুক্তি আটকাতে মামলা করা হয়েছে আদালতে। আইনজীবী অপর্ণা ভাট আদালতে মামলা করতে গিয়ে অভিযোগ করেন, ‘অ্যাসিড আক্রান্ত লক্ষী আগরওয়ালের জীবন কাহিনী নিয়ে এই সিনেমা বানানো হলেও, সিনেমার কোন অংশেই লক্ষীর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়নি।’ এর সুবিচার চাইতেই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি, এমনটাই জানিয়েছেন অপর্ণা।

Advertisement

Related Articles

Back to top button