দেশনিউজ

রেকর্ড হারে করোনা সংক্রমণ ভারতে, ৫ কোটি ছাড়ালো নমুনা পরীক্ষার সংখ্যা

Advertisement
Advertisement

ভারত : রেকর্ড হারে করোনা সংক্রমণে গতকালই ব্রাজিলকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে আসে ভারত। গত একদিনে ৯০ হাজার করোনা আক্রান্তর রেকর্ড ছিলো সারা দেশে। সোমবার দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৪২ লক্ষ ৪ হাজার ৬১৩। আর ব্রাজিলের  মোট করোনা আক্রান্তর সংখ্যা ৪১ লক্ষ ৩৭ হাজার ৬০৬।

Advertisement
Advertisement

তবে সেই তুলনায় প্রথম স্থানে আছে আমেরিকা, সেখানে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৬৪ লক্ষ ৬০ হাজার ২৫০। সোমবার মোট করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্ব-তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। কিন্তু গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭৫,৮০৯ জন। এই বৃদ্ধির জেরে সব মিলিয়ে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪২ লক্ষ ৮০ হাজার ৪২২ জন।

Advertisement

কিন্তু বিগত দুদিন করোনা আক্রান্তের সংখ্যা আগের তুলনায় বাড়লেও, আজ দৈনিক সংক্রমণ কমে ৭৫ হাজার হয়েছে। সারা ভারতে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ৮৩ হাজার ৬৯৭ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১১৩৩ জনের। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭২,৭৭৫। এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ৩৩ লক্ষ ২৩ হাজার ৯৫০ জন। আমেরিকা এবং ব্রাজিলকেও পিছনে ফেলে দিয়েছে প্রতিদিনের করোনা আক্রান্তের হার।

Advertisement
Advertisement

করোনা আক্রান্তের প্রথম তালিকায় রয়েছে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক ও তামিলনাড়ু ৷ এই মুহূর্তে মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লক্ষ ২৩ হাজার ৬৪১ জন। যেখানে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, ২৭,০২৭ জন৷ অন্ধ্রপ্রদেশে এই মুহূর্তে করোনা সংক্রমণের হার ৫ লক্ষ ৬ হাজার ৪৯৩ জন, মৃত্যু হয়েছে ৪,৪৮৭ জনের। আক্রান্তের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৬৯ হাজার ২৫৬ জন এবং মৃত্যু হয়েছে ৭,৯২৫ জনের। দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯৩ হাজার ৫২৬ জন, মৃত্যু হয়েছে ৪,৫৯৯ জনের।

Advertisement

Related Articles

Back to top button